জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন পুনর্গঠন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৪: ১১
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন পুনর্গঠন করা হয়েছে। এতে আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হককে কমিশনের সভাপতি মনোনীত করা হয়েছে। সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের মনোনয়ন দেন।

বিজ্ঞাপন

হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব এবং আইন ও বিচার বিভাগের উপসচিব (জেলা জজ) মো. আজিজুল হককে কমিশনের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (পে-কমিশন) বিধিমালা বিষয়ে প্রস্তাব করে বিচার বিভাগ সংস্কার কমিশন।

বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিকট হস্তান্তর করেছিলেন। মোট ২৮ দফা প্রস্তাবের দুই নম্বরে ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ ও শৃঙ্খলা সংক্রান্ত অংশটি।

আর অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ ও চাকরির শর্তাবলি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (পে-কমিশন) বিধিমালা, ২০০৭ এর ৪ বিধির অধীনে পে-কমিশন গঠন এবং বিচারকদের বেতন-ভাতাদি সংক্রান্ত নতুন সুপারিশ প্রণয়ন, বিচারকদের জন্য আচরণবিধি ও বদলি নীতিমালা প্রণয়ন এবং বিচারকদের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তাব করা হয়েছিল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত