সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে হাজিরার নির্দেশ ট্রাইব্যুনালের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ২০

মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৬ জনকে হাজিরার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের অন্য পাঁচ নেতা হলেন রাজধানীর উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন ও ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী মঙ্গলবার এ আদেশ দেন।

বিজ্ঞাপন

প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ শুনানির পর সাংবাদিকদের বলেন, গণঅভ্যুত্থানের সময় ঢাকা উত্তরে প্রায় ২০০ লোক নিহত হয়েছিলেন। এসব হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে ভূমিকা ছিল সাবেক মেয়র আতিকুল ইসলামের। আর অন্য পাঁচ আসামি নির্দেশনার ভিত্তিতে ঘটনাস্থলে থেকে তা বাস্তবায়ন করেছেন।

এদিকে মঙ্গলবার বিকেলে ডিবির এসি জাবেদ ইকবালকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করার পর ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত