অর্থ আত্মসাৎ ও পাচার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীরসহ ৭ জনের নামে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২০: ৩৮
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ২১: ০৮

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেড) সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন খান (মখা) আলমগীরসহ ৭ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। ঋণের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে বুধবার দুদকের উপ-পরিচালক সৈয়দ আতাউল কবির বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় জামালপুরে মামলাটি দায়ের করেন।

দুদক জানায়, মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে ঋণের নামে পরস্পর যোগসাজশে সাবেক ফারমার্স ব্যাংকের ৮ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

মখা আলমগীর ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন, আর সি এল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের মালিক রাশেদুল হক চিশতি, মোহাম্মদ ফারুক, হিরন রহমান, ইব্রাহিম খান, ফারমার্স ব্যাংক তথা বর্তমানে পদ্মা ব্যাংকের জামালপুরের বকশীগঞ্জ শাখার প্রধান মাসুদুর রহমান খান এবং একই শাখার সাবেক সহকারী অফিসার মো. ফখরুজ্জামান।আজ বুধবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর সেগুনবাগিচা-তে দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধ লব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত্ত করে সন্দেহজনক লেনদেন করেছেন। ফলে তারা মানি লন্ডারিংয়ের মাধ্যমে ৮ কোটি ৮৬ লাখ টাকা (সুদ ব্যতীত) আত্মসাত, গোপন, স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ।

এজাহারে আরও বলা হয়, মহিউদ্দিন খান আলমগীর অস্তিত্বহীন একটি প্রতিষ্ঠানের বিপরীতে ব্যাংক হিসাব খোলেন। অস্তিত্বহীন ঠিকানা ব্যবহার করে জালিয়াতি ও প্রতারণার আশ্রয়ে ওই হিসাব পরিচালিত হয়। চলতি হিসাবে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত ব্যাংকের বিভিন্ন শাখায় ৮ কোটি টাকার বেশি জমা হয়েছে।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মহিউদ্দিন খান আলমগীর, তার স্ত্রী ও ছেলে জয় আলমগীরের ব্যাংক হিসাব অবরুদ্ধ করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ওই বছরের ২৩ অক্টোবর ‘সুলতানা মৎস্য খামার’ নামে একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠান খুলে ফারমার্স ব্যাংকের ৮ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদক মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে মামলা করে।

এবার ‘অর্থ পাচার’ অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মহিউদ্দিন খান আলমগীর ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। সাবেক আমলা মহিউদ্দিন খান আলমগীর আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। রাজনৈতিক প্রেক্ষাপটে ২০১৩ সালে ফারমার্স ব্যাংক অনুমোদন পেলে তিনি হন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

নজিরবিহীন ঋণ জালিয়াতি ও অনিয়ম-দুর্নীতির কারণে চার বছরের মধ্যে ব্যাংকটি মুখ থুবড়ে পড়ে। ধারাবাহিকভাবে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় ২০১৭ সালে ফারমার্স ব্যাংকে হস্তক্ষেপ করে বাংলাদেশ ব্যাংক। ওই বছরই মহিউদ্দিন খান আলমগীর ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়েন।

এসআর

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত