এএসপি আলেপসহ ৫ জনের বিরুদ্ধে ১৪টি গুমের অভিযোগ
স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৪: ১২

প্রতীকী ছবি
এডিশনাল এএসপি আলেপসহ ৫ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ১৪ টি সুনিদিষ্ট গুমের অভিযোগ দায়ের করেছে ভয়েস অফ ইনফোর্স ডিসাপেয়ারড পারসনস (ভয়েড) নামে একটি সংগঠন ।
তার বিরুদ্ধে কারাগারে ধর্ষণসহ আরও নানা অভিযোগ রয়েছে।
সোমবার দুপুরে সংগঠনটির পাওয়া অভিযোগ গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যালের প্রসিকিউটন এ ব্যাপারে তদন্ত এবং ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দেয়।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com