আদালতে বিভিন্ন কাজে কোর্ট ফির মাধ্যমে পরিশোধ করা অর্থের ২০ ভাগ আইনজীবী কল্যাণ তহবিলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার সকালে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে এই মানববন্ধন করেন আইনজীবীরা।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম বলেন, আমরা একত্রিত হয়েছি আইনজীবীদের প্রাণের দাবি যুক্তিযুক্ত দাবি নিয়ে। ইতোমধ্যে বার কাউন্সিল থেকে প্রধান উপদেষ্টাসহ অনেকের কাছে লিখিত দরখাস্ত দেয়া হয়েছে। সেখানে বিভিন্ন আদালতের মাধ্যমে যে কোর্ট ফি রাজস্ব আদায় হয়, তার একটি টাকাও আজ পর্যন্ত কোনো সরকার আইনজীবীদের ফান্ডে জমা দেন নাই। এ যুক্তিযুক্ত দাবি জানানোর পরেও বিভিন্নভাবে তাল বাহানা করে কালক্ষেপণ করছেন।
উপদেষ্টাদের প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা অবশ্যই দেখেছেন, গতবছর আদালতের মাধ্যমে কোর্ট ফির ১৭ হাজার কোটি ৬৭ লাখের ও বেশি টাকা জমা হয়েছে। এর ২০ ভাগ টাকা আইনজীবীদের দিতে হবে। যদি না দেয়া হয়, তাহলে আইনজীবী সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। যদি আমরা রাস্তায় নামি তাহলে আপনাদের আসন কেঁপে যাবে। আপনারা ওই চেয়ারে বসার ক্ষমতা হারিয়ে ফেলবেন।
এই আইনজীবী হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের রাস্তায় নামতে বাধ্য করবেন না। পরবর্তী কর্মসূচি ঘোষণার পূর্বেই আপনারা অবশ্যই বার কাউন্সিলের ফান্ডে ২০ ভাগ টাকা অবশ্যই জমা দিবেন।
ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে নজরুল ইসলাম বলেন, আজ থেকে ঢাকা আইনজীবী সমিতির নিচে আইনজীবীদের গণ স্বাক্ষরের ব্যবস্থা করতে হবে। আইনজীবীরা সনদ নম্বর ও মোবাইল নম্বরসহ স্বাক্ষর করবেন।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলমসহ সাধারণ আইনজীবীরা। মানববন্ধনে অংশ নিয়ে অন্যান্য বক্তারা আইনজীবীদের কল্যাণে দ্রুত ২০ ভাগ অর্থ দেয়ার দাবি জানান। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবেও বলে জানান ঢাকা আইনজীবী সমিতির নেতারা।
উল্লেখ্য, আদালতে জামিন পিটিশন, বেলবন্ড ও ওকালতনামাসহ বিভিন্ন দাপ্তরিক কাজে কোর্ট ফির মাধ্যমে রাজস্ব দেন আইনজীবীরা। কোর্ট ফির মাধ্যমে দেয়া এসব অর্থ থেকে বাৎসরিক ২০ ভাগ অর্থ আইনজীবীদের কল্যাণ তহবিলে দেয়ার দাবিতে দেশব্যাপী মানববন্ধন করছেন আইনজীবীরা।


সৌদি আরবে ভারী বর্ষণ, বন্যার সতর্কতা