প্লট দুর্নীতির তিন মামলায় হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১১: ৫৬
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৩: ১৯
ফাইল ছবি

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। চার্জ গঠনের ফলে তিন মামলায় তাদের বিরুদ্ধে অনুষ্ঠানিক বিচার শুরু হলো। সাক্ষ্যগ্রহণ শরু হবে ১১ আগস্ট।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ বিচারকাজ শুরুর আদেশ দেন। এসময় পলাতক দেখিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিজ্ঞাপন

এর আগে ২২ জুলাই এই তিনজনসহ মোট ২৮ জনের বিরুদ্ধে দায়েরকৃত ছয়টি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য বৃহস্পতিবারের দিন ধার্য করেন আদালত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত