এনএসইউ উপাচার্যকে চীনের নানজিং অডিট ইউনিভার্সিটির সম্মানসূচক প্রফেসরশিপ প্রদান

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১১: ৪৩

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীকে চীনের নানজিং অডিট ইউনিভার্সিটি (এনএসইউ) সম্মানসূচক প্রফেসরশিপ প্রদান করেছে। প্রথম দক্ষিণ এশীয় শিক্ষাবিদ হিসেবে- এনএসইউ উপাচার্য মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি অর্জন করলেন।

বিজ্ঞাপন

নানজিং অডিট ইউনিভার্সিটিতে আজ অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সিম্পোজিয়ামে এনএসইউ অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীকে এই সম্মাননা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির ও নানজিং অডিট ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ের পথ উন্মুক্ত হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত