সাত কলেজের ভর্তি জটিলতা কাটছে, অন্তর্বর্তী প্রশাসনের সভা বুধবার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ২১: ৪৭

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়াধীন রাজধানীর সাত সরকারি কলেজে স্নাতক ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা নিয়ে জটিলতা কাটছে। এ বিষয়ে বুধবার বৈঠকে বসছে অন্তর্বর্তীকালীন প্রশাসন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ে সকাল ১০ টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে স্থগিত থাকা ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস মঙ্গলবার আমার দেশকে এ বৈঠকের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই বৈঠকে ইউজিসির সদস্য, সাত কলেজের প্রিন্সিপাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অংশ নেবেন।

অধ্যাপক এ কে এম ইলিয়াসি আরও বলেন, সাত কলেজের ভর্তি স্থগিত হয়ে আছে। প্রায় ৩৭ হাজার আবেদন ঝুলে আছে। বিষয়টির সমাধান হওয়া জরুরি। এজন্য এই বৈঠক ডাকা হয়েছে। এক থেকে দেড় মাসের মধ্যে এই ভর্তি পরীক্ষা আয়োজনের টার্গেট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সূত্রমতে, রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে পরবর্তী কার্যক্রম ত্বরান্বিত করার উদ্দেশ্যে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে শর্ত সাপেক্ষে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।

কলেজগুলো হলো–ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত