মাউশির মহাপরিচালক হলেন ড. এহতেসাম উল হক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ০০
ড. এহতেসাম উল হক

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পটুয়াখালী সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এহতেসাম উল হককে।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (সরকারি কলেজ-২) মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস শিক্ষা ক্যাডারের এই পদে নিয়োগের কথা জানানো হয়েছে। গত ৩০ জানুয়ারি স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি রোববার প্রকাশ করা হয়েছে।

তিনটি শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। শর্তগুলো হলো- এ চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়; এ দায়িত্ব প্রদানের কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না এবং সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তার যোগদানের তারিখ থেকে এ চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।

এর আগে মাউশির পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের পরিচালক প্রফেসর ড. একিউএম শফিউল আজম (বিসিএস-১৪) কে মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত