৬৮ সরকারি কলেজের নাম পরিবর্তন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১৪: ৪২

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞাপন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানায়, মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখা গত ৯ ফেব্রুয়ারি যে নির্দেশনা দিয়েছিল, তার আলোকে প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। প্রবল গণআন্দোলনের মুখে গত বছর ৫ অগাস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাদের পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করছে।

Education-Ministry2

গত ২৪ এপ্রিল ১৬টি স্কুল, ৩টি স্কুল অ্যান্ড কলেজ ও ২টি কলেজসহ মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়। এর আগে ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩টি বিশ্ববিদ্যালয়, ৬টি মেডিকেল কলেজ ও ১৪টি হাসপাতাল থেকে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত