আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নতুন ছাত্রসংগঠন

বিপ্লবী ছাত্রশক্তির আত্মপ্রকাশ হতে পারে আজ

ঢাবি সংবাদদাতা
বিপ্লবী ছাত্রশক্তির আত্মপ্রকাশ হতে পারে আজ

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রনেতাদের নেতৃত্বে ছাত্রসংগঠন ‘বিপ্লবী ছাত্রশক্তি’-এর আত্মপ্রকাশ হতে পারে আজ মঙ্গলবার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ প্রতিপাদ্য সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন থেকে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

ইতোমধ্যে নতুন ছাত্রসংগঠনটির ঘোষণাপত্র তৈরি হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্ব প্রায় চূড়ান্ত হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত বলেন, নতুন ছাত্রসংগঠনের আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক প্রধান এ চারটি পদ থাকছে। বর্তমানে কত সদস্যের কমিটি প্রকাশ হবে, সেটি নিয়েও আলোচনা হচ্ছে। একমত হওয়া গেছে মঙ্গলবারের মধ্যে কমিটি ঘোষণা করা হতে পারে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেন, মঙ্গলবার ছাত্রসংগঠনের নতুন কমিটি প্রকাশ করার কাজ চলছে। সংগঠনের নাম ‘বিপ্লবী ছাত্রশক্তি’ রাখার বিষয়েই কথা হচ্ছে। খুব সম্ভবত এটাই রাখা হবে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ঢাবির মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের নেতৃত্বে নতুন একটি ছাত্রসংগঠনের আত্মপ্রকাশের বিষয়ে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন