আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এলইডি স্ক্রিনে জকসুর ফলাফল দেখতে শিক্ষার্থীদের ভীড়

স্টাফ রিপোর্টার

এলইডি স্ক্রিনে জকসুর ফলাফল দেখতে শিক্ষার্থীদের ভীড়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসে প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। চলছে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ। দিন পেরিয়ে সন্ধ্যা নামতেই এলইডি স্ক্রিনের সামনে ফলাফল দেখতে ভীড় করছেন শিক্ষার্থীরা।

বুধবার (৭ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল দেখাতে এলইডি স্ক্রিন বসিয়েছে। এলইডি স্ক্রিনের সামনে এমন চিত্র দেখা যায়।

বিজ্ঞাপন

২০০৬ সালে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করে বিএনপি-জামায়াত জোট সরকার। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৯ বছর পর ছাত্র সংসদে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেলেন শিক্ষার্থীরা। ফলাফল ঘোষণা দেখতে সন্ধ্যা থেকে উৎসব পড়ে গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। এলইডি স্ক্রিনের সামনে হাজারো শিক্ষার্থীরা ভীড় করছেন। শিক্ষার্থীদের মাঝে বইছে ঈদের আমেজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন