আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউজিসি-ডিআইইউ চুক্তি

৩২ বিশ্ববিদ্যালয়ে বসবে সৌরবিদ্যুৎ

স্টাফ রিপোর্টার
৩২ বিশ্ববিদ্যালয়ে বসবে সৌরবিদ্যুৎ

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ওপেক্স মডেলে সৌরবিদ্যুৎ উৎপাদনে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

গতকাল মঙ্গলবার ইউজিসি অডিটোরিয়ামে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় ২০২৬ সালের মধ্যে ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই মডেলের সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে। পর্যায়ক্রমে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

বিজ্ঞাপন

ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং ডিআইইউর রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ূব ইসলাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান বলেন, পরিবেশ রক্ষায় ক্লিন এনার্জি এবং জ্বালানি খাতে ব্যয় সাশ্রয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবহার বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন করা গেলে বিদ্যুৎ খাতে ব্যয় সাশ্রয় করা যাবে।

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোকে সৌরবিদ্যুৎ স্থাপন প্রকল্পে যুক্ত করার পারামর্শ দেন।

ইউজিসি জানায়, চুক্তির আওতায় ওপেক্স মডেলে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসি ও বিশ্ববিদ্যালয়গুলোকে কোনো অর্থ ব্যয় করতে হবে না। ওপেক্স মডেলে বিনিয়োগের জন্য ১৩টি বিনিয়োগকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন