
প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চাকসু নির্বাচন কমিশনের অফিস থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা নিজেদের পছন্দের পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে। তবে কে কোন পদে দাঁড়িয়েছে সেটা জানানো হয়নি।
শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, শাখা সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, আমরা চাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমাদের প্যানেল বা জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর আমরা সবাইকে জানিয়ে দিব।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে বিকেল সাড়ে ৩টায় শেষ হওয়ার কথা। তবে মনোনয়ন সংগ্রহকারী শিক্ষার্থীদের অধিক উপস্থিতির কারণে মনোনয়ন সংগ্রহ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে বলে জানিয়েছেন চাকসুর নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী।
গত দুই দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদে ১৬৯ শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ করেন। এরমধ্যে ভিপি পদে ৮ জন, জিএস পদে ২ জন এবং এজিএস পদে ২ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। আজ মঙ্গলবার কতজন শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ করেছে, তা নির্বাচন কমিশন থেকে এখনো জানানো হয়নি।
চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, আজ মঙ্গলবার মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিন। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে শুরু হবে গণনা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চাকসু নির্বাচন কমিশনের অফিস থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা নিজেদের পছন্দের পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে। তবে কে কোন পদে দাঁড়িয়েছে সেটা জানানো হয়নি।
শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, শাখা সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, আমরা চাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমাদের প্যানেল বা জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর আমরা সবাইকে জানিয়ে দিব।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে বিকেল সাড়ে ৩টায় শেষ হওয়ার কথা। তবে মনোনয়ন সংগ্রহকারী শিক্ষার্থীদের অধিক উপস্থিতির কারণে মনোনয়ন সংগ্রহ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে বলে জানিয়েছেন চাকসুর নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী।
গত দুই দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদে ১৬৯ শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ করেন। এরমধ্যে ভিপি পদে ৮ জন, জিএস পদে ২ জন এবং এজিএস পদে ২ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। আজ মঙ্গলবার কতজন শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ করেছে, তা নির্বাচন কমিশন থেকে এখনো জানানো হয়নি।
চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, আজ মঙ্গলবার মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিন। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে শুরু হবে গণনা।

প্রতিষ্ঠার দুই দশক পর ছাত্রপ্রতিনিধি নির্বাচনের উদ্যোগ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কর্তৃপক্ষ। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র। এতে বারণ করা হয়েছে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগকে। সে হিসেবে এই সংগঠনের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না।
৬ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে আবারও এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন দশ তালা বিশিষ্ট চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারের ভবন থেকে পড়ে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম রাকিব (২৬)।
৮ ঘণ্টা আগে
জাতীয় কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ। তবে কিছুক্ষণ পরই পোস্টটি নিজের টাইমলাইন থেকে মুছে ফেলেন তিনি।
৯ ঘণ্টা আগে
সহপাঠীকে মারধর করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তার নাম আকরাম হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
১১ ঘণ্টা আগে