চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করল ছাত্রদল

প্রতিনিধি, চবি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চাকসু নির্বাচন কমিশনের অফিস থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিজ্ঞাপন

সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা নিজেদের পছন্দের পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে। তবে কে কোন পদে দাঁড়িয়েছে সেটা জানানো হয়নি।

শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, শাখা সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, আমরা চাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমাদের প্যানেল বা জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর আমরা সবাইকে জানিয়ে দিব।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে বিকেল সাড়ে ৩টায় শেষ হওয়ার কথা। তবে মনোনয়ন সংগ্রহকারী শিক্ষার্থীদের অধিক উপস্থিতির কারণে মনোনয়ন সংগ্রহ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে বলে জানিয়েছেন চাকসুর নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী।

গত দুই দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদে ১৬৯ শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ করেন। এরমধ্যে ভিপি পদে ৮ জন, জিএস পদে ২ জন এবং এজিএস পদে ২ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। আজ মঙ্গলবার কতজন শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ করেছে, তা নির্বাচন কমিশন থেকে এখনো জানানো হয়নি।

চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, আজ মঙ্গলবার মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিন। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে শুরু হবে গণনা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত