অনশনে অসুস্থ হয়ে পড়ছেন ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৫, ১১: ০৯

নাম পরিবর্তনের দাবিতে গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অনশন অব্যাহত রয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সামনে গতকাল বুধবার সকালে একদল শিক্ষার্থী অনশনে বসেন। এ সময় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বুধবার রাতে গুরুতর অসুস্থ একজন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। দাবি পূরণের চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে সোমবার থেকে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন শতাধিক শিক্ষার্থী। দাবি না মানায় দুই দিন পর বেশ কয়েকজন অনশন শুরু করেন।

বৃহস্পতিবার সকালে অনশনস্থল থেকে এক শিক্ষার্থী জানান, বুধবার রাতে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে স্যালাইন দেন। পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে আবারো অনশনরত প্রাঙ্গনে ফিরিয়ে আনা হয়। বর্তমানে মোট ১১ জন শিক্ষার্থী অনশনে রয়েছেন।

তিনি আরো জানান, আজ কেবিনেট মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে সরকার তাদের দাবি বাস্তবায়ন করবে বলে মনে করছেন অনশনরত শিক্ষার্থীরা। তাই তারা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের দাবি জানাচ্ছেন।

এদিকে, সরকার বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বলে আন্দোলনকারীদের জানানো হয়েছে। বুধবার বিকাল তিনটার পর বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং ইউজিসির একজন প্রতিনিধি এ তথ্য জানান। তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার এটি কেবিনেট সভায় তোলা হবে।’ তারা শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ করেন। তবে শিক্ষার্থীরা নাম পরিবর্তনের বিষয়টি কেবিনেটে পাস না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তারা বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নিকট আমাদের প্রস্তাবিত চারটি নামের মধ্য থেকে একটি চূড়ান্ত করে পরবর্তী কেবিনেটে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত