জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা রক্ষায় ৮ দফা সাধারণ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তির নির্দেশনায় বলা হয়েছে, ভোট প্রদানের জন্য শিক্ষার্থীদের শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট দিয়ে প্রবেশ করতে হবে। ভোট দেওয়া শেষে তারা ২ নম্বর এবং ৩ নম্বর গেইট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করবেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ের পূর্বে শুধুমাত্র ২ নম্বর গেইট দিয়ে প্রবেশ করতে হবে। এছাড়া নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের ব্যাংকের গেইট ও পোগোজ স্কুল গেইট সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
নির্দেশনায় আরো উল্লেখ করা হয়, কর্মকর্তা ও কর্মচারীদের আইডি কার্ড প্রদর্শনপূর্বক ক্যাম্পাসে প্রবেশ করতে হবে এবং জরুরি প্রয়োজন ছাড়া তারা ক্যাম্পাসের বাইরে যাতায়াত করতে পারবেন না। নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত নন এমন কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে বলা হয়েছে। এছাড়া ক্যাম্পাসের ভেতরে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যদের ভোট চলাকালীন সময়ে ক্যাম্পাসে ঘোরাফেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
প্রসঙ্গত, নির্বাচন চলাকালীন সময়ে যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল টিমকে ভোট গ্রহণ শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত ক্যাম্পাসের ভেতরেই অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলকে এসব নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

