ঢাবির সূর্যসেন হল ক্যান্টিনে অব্যবস্থাপনা, যে পদক্ষেপ নিলেন ভিপি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪২
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের নবনির্বাচিত ভিপি আজিজুল হক হলের ক্যাফেটেরিয়া পরিদর্শন করে নানা ধরনের অপ্রয়োজনীয় অব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যা খুঁজে পান। সেগুলোর মধ্যে অন্যতম হলো— খাবার পরিবেশন ও রান্নার সঙ্গে সম্পৃক্ত কারো মাথায় কোনো ক্যাপ ছিল না। রান্নাঘরে কয়েক শত সিগারেটের ফিল্টার ছিল। রান্নার সময় সিগারেট খাওয়ার দৃশ্যও দেখা যায়।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে ভিপি আজিজুল হক বলেন, আপনারা ৪২ বছর ধরে ক্যাফেটেরিয়া চালাচ্ছেন, তবুও ন্যূনতম পরিবর্তন আমরা দেখিনি। ১৫ দিনের মধ্যে আপনারা পরিবর্তন না হলে দায়িত্ব ছাড়তে হবে।

বিজ্ঞাপন

ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই মন্তব্য করছেন আজিজুল হক শিবিরের। কিন্তু তিনি বাগছাসের ভিপি।

ফেসবুকে এক শিক্ষার্থী মন্তব্য করেছেন, রান্নার সময় হাফপ্যান্টের ঘাম ভাত ও সবজিতে পড়তে পারে, তাই এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

এদিকে ভিডিওটি দেখে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. মির্জা গালিব বলেন, এইটা সমস্যা সমাধানের কোনো পদ্ধতি না। এইসব ফাটাকেষ্ট টাইপের রোল সিনেমাতেই হয়। বাস্তবে সমস্যা সমাধানের জন্য সিস্টেমের কী কী পরিবর্তন দরকার, সেইটা নিয়া হোমওয়ার্ক করতে হয়, ইমপ্লিমেন্টেশনের পদ্ধতিও প্রফেশনাল হইতে হয়। নয়তো কোনো সাস্টেইনেবল পরিবর্তন হয় না। সস্তা জনপ্রিয়তা বা ক্ষমতা প্রদর্শনের জন্য কোনো কাজ করা উচিত না।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত