১৪ মে জবির ‘কালো দিবস’ ঘোষণা, নতুন কর্মসূচি গণঅনশন

প্রতিনিধি, জবি
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৯: ৪৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর শান্তিপূর্ণ আন্দোলনের সময় পুলিশি হামলার প্রতিবাদে ১৪ মে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো দিবস’ হিসেবে ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাতে ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্মের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, এ হামলার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় পরিবারকে লাঞ্ছিত করা হয়েছে, যা কোনভাবেই মেনে নেয়া যায় না।

আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছউদ্দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার একমত হয়েছে যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং কেউ অবস্থান ত্যাগ করবে না।

তিনি জানান, শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে একটি সমাবেশ হবে। জুমার নামাজের পর থেকে শুরু হবে গণঅনশন ও অবস্থান কর্মসূচি।

তথ্য উপদেষ্টার ওপর বোতল নিক্ষেপের ঘটনায় ড. রইছউদ্দীন বলেন, যেই শিক্ষার্থী এই ঘটনার সঙ্গে জড়িত, তাকে বিশ্ববিদ্যালয় পরিবার বিচারের আওতায় আনবে। তবে যারা শিক্ষক-শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে, তাদের বিচার না করে সেই শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না।

আন্দোলনকারীরা জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে দাবির বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে এবং তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের পথেই থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত