কাতারের প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১১: ৫৯

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম দোহায় কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১ জুলাই) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রদূত নজরুল ইসলামকে তার দায়িত্বকালীন সফলতা ও অবদানের জন্য অভিনন্দন জানান এবং রাশিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শুভকামনা জানান।

রাষ্ট্রদূত নজরুল ইসলাম কাতারে দায়িত্ব পালনকালে সরকার ও জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের প্রতি কাতারের আমির ও সরকারের আন্তরিকতা ও সহানুভূতির প্রশংসা করেন। বিশেষ করে কাতারের পিতা আমির ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বে বাংলাদেশি কর্মীরা নিরাপদ ও সম্মানজনক পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরো জোরদার করার লক্ষ্যে রাষ্ট্রদূত ও প্রতিমন্ত্রী ভবিষ্যত সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে কাতারের আমিরের সাম্প্রতিক বাংলাদেশ সফরের মাধ্যমে যে নতুন দ্বিপাক্ষিক সহযোগিতার পথ উন্মুক্ত হয়েছে, সেটি বাস্তবায়নে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষই ভবিষ্যতেও বাংলাদেশ-কাতার সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত