আমার দেশ অনলাইন
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম দোহায় কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১ জুলাই) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রদূত নজরুল ইসলামকে তার দায়িত্বকালীন সফলতা ও অবদানের জন্য অভিনন্দন জানান এবং রাশিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শুভকামনা জানান।
রাষ্ট্রদূত নজরুল ইসলাম কাতারে দায়িত্ব পালনকালে সরকার ও জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের প্রতি কাতারের আমির ও সরকারের আন্তরিকতা ও সহানুভূতির প্রশংসা করেন। বিশেষ করে কাতারের পিতা আমির ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বে বাংলাদেশি কর্মীরা নিরাপদ ও সম্মানজনক পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরো জোরদার করার লক্ষ্যে রাষ্ট্রদূত ও প্রতিমন্ত্রী ভবিষ্যত সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে কাতারের আমিরের সাম্প্রতিক বাংলাদেশ সফরের মাধ্যমে যে নতুন দ্বিপাক্ষিক সহযোগিতার পথ উন্মুক্ত হয়েছে, সেটি বাস্তবায়নে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষই ভবিষ্যতেও বাংলাদেশ-কাতার সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম দোহায় কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১ জুলাই) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রদূত নজরুল ইসলামকে তার দায়িত্বকালীন সফলতা ও অবদানের জন্য অভিনন্দন জানান এবং রাশিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শুভকামনা জানান।
রাষ্ট্রদূত নজরুল ইসলাম কাতারে দায়িত্ব পালনকালে সরকার ও জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের প্রতি কাতারের আমির ও সরকারের আন্তরিকতা ও সহানুভূতির প্রশংসা করেন। বিশেষ করে কাতারের পিতা আমির ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বে বাংলাদেশি কর্মীরা নিরাপদ ও সম্মানজনক পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরো জোরদার করার লক্ষ্যে রাষ্ট্রদূত ও প্রতিমন্ত্রী ভবিষ্যত সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে কাতারের আমিরের সাম্প্রতিক বাংলাদেশ সফরের মাধ্যমে যে নতুন দ্বিপাক্ষিক সহযোগিতার পথ উন্মুক্ত হয়েছে, সেটি বাস্তবায়নে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষই ভবিষ্যতেও বাংলাদেশ-কাতার সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
লিবিয়ায় মানব পাচারের শিকার হয়ে নয় মাস ধরে অমানবিক নির্যাতন সহ্য করেছেন ঝিনাইদহের মতিউর রহমান সাগর, কুষ্টিয়ার তানজির শেখ ও নোয়াখালীর আলমগীর হোসেন। আজ বুধবার (৯ জুলাই ২০২৫) সকাল সাড়ে ৭টায় বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন তারা।
১৪ ঘণ্টা আগেআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এম এ মুশাহিদ তালুকদারের সমর্থনে বার্মিংহামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ দিন আগেফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ধর্মীয় শিক্ষায় আলোকিত করার অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার–এর মাদরাসা বিভাগের বার্ষিক অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩ দিন আগেসারা পৃথিবীতে ছড়িয়ে থাকার লক্ষ লক্ষ প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যে অবদান রেখে চলেছে, মৌলিক মানবাধিকারের পাশাপাশি সে প্রেক্ষাপটে চিন্তা করলেও তাদের সাথে বৈষম্যমূলক আচরণের অবসান ঘটানো এখন সময়ের দাবী।
৫ দিন আগে