ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ) গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে গাজীপুরে পরপর দুই দিনে সংঘটিত দুটি বর্বরোচিত হামলার নিন্দা জানাচ্ছে।
বুধবার (৬ আগস্ট), গাজীপুর জেলায় দৈনিক বাংলাদেশের আলো-এর সংবাদকর্মী আনোয়ার হোসেন সৌরভ (৩৫) নৃশংসভাবে পিটিয়ে গুরুতর আহত হন।
পরদিন বৃহস্পতিবার (৭ আগস্ট), একই জেলায় দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) একদল সশস্ত্র হামলাকারীর এলোপাতাড়ি কুপে ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ জানিয়েছে, সৌরভের ঘটনার সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে, তবে দুই ঘটনারই মূল পরিকল্পনাকারীরা এখনও আইনের আওতার বাইরে।
যদি উক্ত সাংবাদিকদ্বয় কোনো প্রকার অপেশাদার কাজ ও কর্মকাণ্ডে জড়িত থাকেন, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচারের সুযোগ রয়েছে। কিন্তু এভাবে নৃশংস হামলা কখনোই কাম্য নয়।
এফবিজেএ এই দুই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর বিচার দাবি করছে এবং মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের সুরক্ষায় অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে।
গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সাংবাদিক সুরক্ষা জোরদার করা এবং সাংবাদিক নির্যাতনের সব ঘটনায় তাৎক্ষণিক আইনগত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
এফবিজেএ সাংবাদিক সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতায় অটল বিশ্বাসী এবং সাংবাদিকদের ওপর যে কোনো আক্রমণকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে বিবেচনা করে।

