আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘দেশকে বাঁচাতে দলগুলোর বৃহত্তর ঐক্য গড়তে হবে’

আমার দেশ অনলাইন
‘দেশকে বাঁচাতে দলগুলোর বৃহত্তর ঐক্য গড়তে হবে’

দেশ ও জাতিকে বাঁচাতে দেশপ্রেমিক দলগুলোর কার্যকর বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে।বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার ঈদ পুনর্মিলনী সভায় বক্তরা একথা বলেন। রোববার ১৫ জুন পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে হলে সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

লন্ডন শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমীন ভূঁইয়ার পরিচালনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, মাওলানা নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মন্জুরুল হক, বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন।

Bangladesh Khilafat Majlis

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান,মুফতী মাশহুদুর রহমান, আলহাজ সৈয়দ কবি রফিকুল হক,সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ,মাওলানা মাছুম আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আহবাবুর রহমান,বায়তুলমাল সম্পাদক হাফিজ শরিফ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুছা আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক মাওলানা নাঈম আহমদ, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ শাহ জাহান সিরাজ, নির্বাহী সদস্য আলহাজ আহমদ আলী,আলহাজ তাজ উদ্দীন, মুহাম্মদ জাবির আহমদ প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, যে কোনো মূল্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আমাদের ধরে রাখতে হবে। দেশ ও বিদেশে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্রের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। বাংলাদেশের ভবিষ্যতকে রক্ষা করতে হলে ইসলাম ও দেশ প্রেমিক ইসলামী শক্তির কার্যকর বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন