আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলছে ‘জুলাই ৩০৩’

বিনোদন রিপোর্টার

সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলছে ‘জুলাই ৩০৩’

গত পহেলা জুলাই ইউটিউবে মুক্তি পেয়েছে জুলাই অভ্যুত্থানের ওপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জুলাই ৩০৩’। এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থান নিয়ে তেমন কোনো নির্মাণ না আসায় এটি মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে।

আজিজ হাকিমের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রের গল্প লিখেছেন কবি ইসলাম তরিক। প্রযোজনা করেছেন সিয়াম আবদুল্লাহ।

বিজ্ঞাপন

বৃত্ত ফিল্ম ইউটিউব চ্যানেলে মুক্তিপ্রাপ্ত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জুলাই অভ্যুত্থানের সাধারণ মানুষের অংশগ্রহণ ও ত্যাগের কথা উঠে এসেছে। একইসঙ্গে জুলাইয়ের বেশ কয়েকটি আইকনিক দৃশ্যের রিমেক করা হয়েছে।

৩৭ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আবু সাইদ খান, তাজবীহ সা’দ, বাহারুল ইসলাম হিরাসহ ঐতিহ্য ও শীতলক্ষ্যা সাংস্কৃতিক সংসদের একঝাঁক অভিনয়শিল্পী। নারায়ণগঞ্জের বিভিন্ন স্পটে এর দৃশ্য ধারণ করা হয়েছে।

চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা বলেন, ‘জুলাই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। তাই জুলাই নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে অনেক কাজ হওয়া দরকার। কারিগরি সক্ষমতার দিক দিয়ে আমাদের টিম দুর্বল হলেও আমরা চেষ্টা করেছি জুলাইয়ের সার্বিক অবস্থাকে টাচ করতে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন