গানের ভুবনে দুই দশক

মৌলিক গানেই ব্যস্ত রাশেদ

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২০: ০২

২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান’ রিয়েলিটি শোতে ‘আমি খুঁজেছি তোমায় মাগো’ গান দিয়ে সারা বাংলার শ্রোতা দর্শকের মনে আলোড়ন সৃষ্টি করেছিলেন রাশেদ। এরপর গানকে ভালোবেসে গানের ভুবনেই থেকে গেলেন তিনি। দেশে বিদেশে অনেক স্টেজ শোতে অংশ নিয়েছেন।

রাশেদ বিশ্বাস করেন সত্যিকারের শিল্পী হতে গেলে যে ভালো মানুষ হওয়াটাও জরুরি। অনেক অনেক গান করতে হবে, তা নয়, তিনি শুধু কিছু ভালো গান করে যেতে চান। এ কারণেই তিনি আরো মৌলিক গানের দিকে ঝুকছেন। এরই মধ্যে জীবক বড়ুয়ার লেখা ও রাশেদের সুর সঙ্গীতে ‘তোকে চাই’ গানের কাজ শেষ হয়েছে। শিগগিরই মিউজিক ভিডিওর কাজ শেষ করে গানটির প্রচার হবে।

বিজ্ঞাপন

এছাড়াও ‘টগর’ সিনেমায় রাশেদ ‘বন্ধু’ শিরোনামেরও একটি গান গেয়েছেন। গানটি লিখেছেন কবির বকুল, সুর সঙ্গীত করেছেন বেলাল খান।

সঙ্গীতাঙ্গনে নিজের পথচলা প্রসঙ্গে রাশেদ বলেন, ‘সঙ্গীতে পথচলার প্রথম দিন থেকেই আমি শ্রোতা দর্শকের যে ভালোবাসা পেয়ে আসছি তাতেই আমি মুগ্ধ, ধন্য। শ্রোতা দর্শকের এই ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই আরো বহুবছর। তবে এখন আরো কিছু ভালো ভালো মৌলিক গান করার পরিকল্পনা করেছি। অনেকের সঙ্গেই এই নিয়ে কথা হয়েছে। আশা করছি চলতি বছর এবং আগামী বছরজুড়ে ভালো কিছু মৌলিক গান শ্রোতা দর্শককে উপহার দিতে পারবো।’

এদিকে কিছুদিন আগে তিনি ‘তুমি প্রিয়তমা’ শিরোনামের একটি গান গেয়েছেন বেতারের জন্য। গানের কথা লিখেছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন রুবাইয়াত শামীম চৌধুরী।

রাশেদের কণ্ঠে সর্বশেষ প্রকাশিত ইসলামিক গান হচ্ছে ‘তোমার সৃষ্টি’। গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত