প্রকাশ পেল আভাসের নতুন গান ‘সত্তা’

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ২৫

‘মানুষ-১’, ‘আভাস’, ‘বাস্তব’ ‘অনাথ’ এবং ‘ক্যামেরা’ মৌলিক গান সমূহ প্রকাশের পর, ষষ্ঠ মৌলিক গান ‘সত্তা’ প্রকাশ করেছেন ব্যান্ড আভাস। গত শনিবার, সন্ধ্যায় আভাস এর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

‘সত্তা’ গানটির কথা লিখেছেন তানযীর তুহীন, সুর করেছেন তানযীর তুহীন ও রাজু শেখ, মিউজিক ও কম্পোজিসন করেছেন ব্যান্ড আভাস ।

বিজ্ঞাপন

গানটি মিক্স এবং মাস্টারিং করেছেন রাশেদ শরীফ শোয়েব। ‘সত্তা’ মিউজিক্যল ফিল্মটি ডিরেক্ট করেছেন মুন্তাকিম আল মাহিন ও প্রডিউস করেছেন সোহাগ চৌধুরী।

গান প্রসঙ্গে তানযীর তুহিন আমার দেশকে বলেন, ‘গান অনেকটা আমাদের কাছে খাবারের মত। গান নিয়েই আমরা বাঁচি। আমরা বাঙালী, বাংলাদেশ নিয়ে গর্ব করার মত অনেক কিছু আছে আমাদের। শুদ্ধ বাংলা ভাষায় একটি শুদ্ধ গান, আমাদের বাংলাদেশের সংস্কৃতি। সেই শুদ্ধ বাংলা আর সংস্কৃতিকে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস। আমরা চাই এমন কিছু গান করে যেতে যা আমাদের পরের প্রজন্মও ভালবাসবে, বাংলাদেশের সংস্কৃতি নিয়ে গর্ব করতে পারে।’

এ উপলক্ষে গত শনিবার ইয়ামাহা মিউজিক স্টোর, তেজগাঁও, ঢাকা তে একটি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠান উপস্থিতি ছিলেন মেঘদল ব্যান্ড এর শিবু কুমার শীল, রাশেদ শরীফ শোয়েব এবং জয় শাহরিয়ার, ব্যান্ড ট্রাপ, স্ট্রাইকিং, হাইওয়ে, শহরতলি সহ সংগীত অঙ্গনের অনেক পরিচিত মুখ। প্রকাশনা অনুষ্ঠানটি আভাস এর লাইভ পারফরমেন্স এর মাধ্যমে সমাপ্ত হয়, যেখানে মেঘদল ও অংশ গ্রহণ করে।

আভাস ব্যান্ডের বর্তমান সদস্যরা হচ্ছেন তানযীর তুহীন (ভোকাল), রাজু শেখ (বেইজ), হিমেল সারিয়ার (গিটার), আরাফাত শাওন (কি -বোর্ড), রাশেদ জনি (ড্রামস)।

‘সত্তা’ গানটির অডিও সংস্করণ স্পটিফাই সহ বিভিন্ন আন্তর্জাতিক ওটিটি, মিউজিক প্ল্যাটফর্ম অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, গুগল প্লে, আই টিউন স্টোর, গানা, সাভান, ডিজার, জিপি মিউজিক, বাংলা লিংক ভাইব, রবি স্প্ল্যাশ এ পাওয়া যাচ্ছে ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত