এহসান রানার ‘ভালোবাসা রং বদলায়’

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৬: ৫০

ভালোবাসার রং এবং দূরত্বের দোলাচল নিয়ে নিজের লেখা ও সুরে ‘ভালোবাসা রং বদলায়’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন ধ্রুব মিউজিক আমার গানের বরিশাল বিভাগের প্রতিযোগী এহসান রানা।

গানটির সঙ্গীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণে ছিলেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

বিজ্ঞাপন

নিজের মৌলিক গান ও আগামীর পরিকল্পনা নিয়ে এহসান রানা জানালেন, ‘যখন তৃতীয় শ্রেণিতে পড়ি বড় ভাইয়ের বিদ্যালয়ের এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ভাইয়া বললো তুই একটা গান শুনিয়ে দে সবাইকে। বাসায় বসে গুন গুন করতাম যে গানে তার মধ্যে থেকে একটা গান গাইলাম। গাওয়া শেষে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একজন উঠে এসে বললো তুমি তো খুব সুন্দর গান গাও। গান গাওয়ার উৎসাহ,আরম্ভ হয়ত ওখান থেকেই শুরু।’

তিনি আরো বলেন, ‘ভালোবাসার দোলাচল নিয়ে আমার এই গানটি শুনে ইতোমধ্যেই গুনিজনরা প্রশংসা করছেন। এটাই আমার জীবনের বড় প্রাপ্তি। গান নিয়ে বহুদূর যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক, স্পটিফাই, এ্যাপেল মিউজিক সহ দেশী বিদেশি একাধিক মিউজিক প্লাটফর্মে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত