নানা সমালোচনা, অসন্তোষ

এবার বিটিভির আনন্দমেলার উপস্থাপক বিতর্কিত ইমন

আফসানা খানম আশা
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ১২: ৪৩

এবার বিটিভির ঈদ ম্যাগাজিন আনন্দ মেলার উপস্থাপনা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। একজন বিতর্কিত উপস্থাপক আনন্দ মেলা উপস্থাপনা করছেন। তিনি চিত্রনায়ক ইমন।

বিটিভির ঈদ ম্যাগাজিন আনন্দ মেলা একটি দর্শকপ্রিয় অনুষ্ঠান। সরকারি এই টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় দশকের পর দশক ধরে অনুষ্ঠানটি উপস্থাপনা করতেন সৃজনশীল মানুষেরা। ‘তাদের মধ্যে ছিলেন যদি কিছু মনে না করেন’ খ্যাত মরহুম ফজলে লোহানি, শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ, জুয়েল আইচ, আনিসুল হক, আফজাল হোসেন, হানিফ সংকেত প্রমুখ। আওয়ামী আমলে দলীয় লোকদের দিয়ে এ অনুষ্ঠান করা হয়েছে। সেই ভূত এখনো রয়েছে।

বিজ্ঞাপন

জুলাই বিপ্লবের পর প্রথম ঈদ উপলক্ষে এবার আনন্দ মেলা একজন জনপ্রিয় সৃজনশীল মানুষকে দিয়ে উপস্থাপনা হবে এমন আশা সবার ছিল। কিন্তু প্রচারের আগেই এ আয়োজন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিটিভি সূত্রে জানা যায়, এবার আনন্দ মেলায় উপস্থাপনা করছেন চিত্রনায়ক মামনুন ইমন। চলচ্চিত্রাঙ্গনে তিনি ফ্যাসিবাদী নায়ক হিসেবে পরিচিত। তাই তার উপস্থাপনা নিয়ে চ্যানেলটিতে দেখা দিয়েছে অসন্তোষ। ফ্যাসিবাদবিরোধী শিল্পীদের মধ্যেও উঠছে নানা প্রশ্ন।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান, মাহিয়া মাহি ও চিত্রনায়ক ইমনের একটি কল রেকর্ড ফাঁসে ঘটনায় তুলকালাম হয়েছিল শোবিজ অঙ্গনে। দেশজুড়ে তুমুল আলোচনা-সমালোচনা হয়। ওই ফোনালাপে ডা. মুরাদ হাসানকে বলতে শোনা গেছে, চিত্রনায়ক ইমন ঘাড় ধরে যেন মাহিকে তার কাছে নিয়ে যান। সে সময় ইমন ও রাজনৈতিক ওই নেতাকে নিয়ে সাধারণ মানুষের মাঝে বিরূপ ধারণা জন্ম নেয়।

এ ছাড়া ইমন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণের প্যানেল থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের পক্ষে নির্বাচন করেছিলেন। তার ছায়াতলে থেকে ফ্যাসিস্ট সরকার থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন ইমন। সেই ইমনকে দিয়ে আনন্দমেলার উপস্থাপনা কেন করাতে হচ্ছে, এমন প্রশ্ন এখন সংশ্লিষ্টদের মুখে মুখে।

অনেকের মতে, ফ্যাসিবাদী নায়ক হিসেবে পরিচিত ইমনকে দিয়ে বিটিভির এক নম্বর অনুষ্ঠান হিসেবে পরিচিত আনন্দ মেলায় উপস্থাপনা করার অর্থ হচ্ছে, বিটিভিতে ফ্যাসিবাদী শিল্পীদের পুনর্বাসন করা।

এ বিষয়ে বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলমের সঙ্গে কথা বলার জন্য জনসংযোগ বিভাগের কর্মকর্তা শ্রাবণী রাখীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, মহাপরিচালক ছুটিতে রয়েছেন।

এ বিষয়ে কথা বলতে চাইলে অনুষ্ঠানটির প্রযোজক মাহবুবা ফেরদৌস জানান, তিনি অসুস্থ। তাই কথা বলতে পারবেন না। তিনি জেনারেল ম্যানেজারের (জিএম) সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। পরে জেনারেল ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত