আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুই দশকে এখনো শীর্ষে অপূর্ব

বিনোদন রিপোর্টার

দুই দশকে এখনো শীর্ষে অপূর্ব

জিয়াউল ফারুক অপূর্ব, বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম শীর্ষ অভিনেতা। তার প্রজন্মের দর্শক যারা তার অভিনয়ের নিয়মিত ভক্ত ছিলেন এখনো তারা তার নতুন নাটক, ওয়েব ফিল্ম কিংবা ওয়েব সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। অপূর্ব তার নিজের মেধা, যোগ্যতা, শ্রম দিয়ে তার মতো করেই এগিয়ে যাচ্ছেন, নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন।

অপূর্ব সহশিল্পীদের কাছে যেমন ভীষণ প্রিয়, ভীষণ আস্থার, ঠিক তেমনি দর্শকের কাছেও ভীষণ ভালোলাগার। অপূর্ব তার সিনিয়র, জুনিয়র সকল শিল্পীর কাছেই পরম ভালোলাগার। অপূর্ব’র সঙ্গে নাটকে কিংবা ওয়েবে কাজ করার জন্য শিল্পীরাও প্রতীক্ষায় থাকেন। অপূর্ব সবসময়ই তার সহশিল্পীদের প্রতি ভীষণ সহযোগিতাপরায়ণ। অভিনয়ে অপ্রতিদ্বন্দ্বী এই গুণী, জনপ্রিয় অভিনেতা অভিনয় জীবনের চলার পথে দেখতে দেখতে দুই দশক পার করলেন।

বিজ্ঞাপন

দুই দশক আগে অর্থাৎ ২০০৬ সালে গাজী রাকায়েতের নির্দেশনায় ‘বৈবাহিক’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে অপূর্বর অভিনয় জীবন শুরু। তবে ২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ প্রতিযোগিতায় ‘মিস্টার বাংলাদেশ’ খ্যাতি লাভ করেন। অমিতাভ রেজার নির্দেশনায় প্রথম বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শুরু করেন। নাটকে তার অভিনয় জীবনের সবচেয়ে আলোচিত দর্শকপ্রিয় নাটক হচ্ছে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’। ‘বড় ছেলে’ নাটকে তার অভিনয়ই দেশে বিদেশে অবিশ্বাস্যরকম সাড়া ফেলে। নাটকে তার বিপরীতে ছিলেন মেহজাবীন চৌধুরী।

এর আগে পরে বহু নাটকে অভিনয় করেছেন তিনি। যার মধ্যে বিশেষত উল্লেখযোগ্য হচ্ছে ‘কথা ছিলো অন্যরকম', ‘রমিজের আয়না’, ‘অ্যাক্স ফ্যাক্টর’, ‘ব্যাকডেটেড’, ‘ভালোবাসার চতুষ্কোণ’, ‘ব্যাচ টুয়েন্টি সেভেন’, ‘য়ের বয়স বারো’, ‘উত্তম কুমার সুচিত্রা সেন’, ‘ব্ল্যাক কফি’ , ‘সবার উপরে মা’, ‘সবার উপরে মা’, ‘লেক ড্রাইভ লেন’, ‘জলে তার ছায়া’, ‘বিনি সুতোর টান’, ‘পাশের বাসার ছেলেটা’, ‘উড়ছি তোমার প্রেমে’, ‘নতুন করে শুরু’, ‘স্বপ্ন দেখার দিনগুলো’, ‘সে ভালোবেসেছিলো’, ‘ইট কাঠের খাঁচা’, ‘বাক্সবদল’, ‘মন দরিয়া’, ‘পথে হলো দেরী’, ‘মন দুয়ারী’ বিশেষত উল্লেখযোগ্য।

অপূর্ব’র প্রথম সিনেমা আশিুকর রহমান পরিচালিত ‘গ্যাংস্টার রিটার্নস’। এরপর তার আলোচিত ওয়েবফিল্ম ‘মায়া শালিকত’ ও ‘যদি কিন্তু তবুও’। আলোচিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ ও ‘গোলাম মামুন’। ব্যক্তি জীবনে অপূর্ব এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তানের পিতা। তার বাবা বেশ কয়েকবছর আগে ইন্তেকাল করেছেন। তার মায়ের আশীর্বাদের ছায়াতলে আছেন তিনি। বাংলাদেশের বহু খ্যাতনামা সংগঠন থেকে তিনি বহুবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সম্মাননায় ভূষিত হয়েছেন। এই মুহুর্তে যুক্তরাষ্ট্র আছেন অপূর্ব।

অপূর্ব বলেন, ‘মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং আমার পিতা মাতার প্রতিও কৃতজ্ঞতা, কারণ তারা আমাকে একটি সুন্দর জীবন উপহার দিয়েছেন। কৃতজ্ঞতা বাংলা ভাষাভাষী সকল দর্শকের প্রতি, যারা দশকের পর দশক আমার অভিনয় উপভোগ করছেন, আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দিচ্ছেন। কৃতজ্ঞতা আমার সকল সহশিল্পী, সকল কাজের প্রযোজক, পরিচালক, নাট্যকার, সিনেমাটোগ্রাফার, মেকাপআর্টিস্ট, শিল্প নির্দেশক’সহ সংশ্লিষ্ট সকলের প্রতি। কৃতজ্ঞতা গণমাধ্যমের প্রতি, কারণ আমার সুখে দু:খে তাদের পাশে পেয়েছি। আগামীতে আরো ভালো ভালো কাজ করারই প্রতিশ্রুতি আমার। সবার দোয়া চাই।’

অপূর্ব’র দুই দশকের পথচলায় তাকে ফুলেল শুভেচ্ছা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন