তিনি আমার স্বপ্নের মানুষ: টুশি

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৮: ১৭

চ্যানেল আই সেরাকন্ঠ’ প্লাটফর্ম থেকেই উঠে এসেছে আজকের প্রজন্মের আলোচিত সংগীতশিল্পী ইমরান, লুইপা, ইউসুফ, কোনাল, ঝিলিক, আতিয়া আনিসা’ সহ আরো অনেকেই। সেই ধারাবাহিকতায় ২০২৩ সালের ‘চ্যানেল আই সেরাকন্ঠ’ প্রতিযোগিতায় ‘সেরাদের সেরা’ হয়েছেন নারায়ণগঞ্জের মেয়ে সাবরিনা নওশিন টুশি।

ছোটবেলা থেকেই টুশি উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের গান গেয়ে গেয়েই গানেই নিজেকে গড়ে তুলেছেন। তবে ছোটবেলা থেকে যার গান বেশি শুনেছেন টুশি, তিনি হলেন সাবিনা ইয়াসমিন। সুযোগের অপেক্ষায় ছিলেন জীবন্ত এই কিংবদন্তির সাথে একবার হলেই দেখা করার। টুশির সেই ইচ্ছা এবার পূরণ হল। রাজধানীর বেইলি রোডে পিয়ালের স্টুডিওতে সাবিনা ইয়াসনমিনের সঙ্গে দেখা করার সুযোগ পান টুশি। যেটুকু সময় পান সাবিনা ইয়াসমিনের সান্নিধ্যে থাকার পুরোটা সময়ই যেন ছিল তার কাছে স্বপ্নের মতো।

বিজ্ঞাপন

টুশি বলেন, ‘আমার গানের আইডল শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডাম। বহুদিন ধরেই তার সঙ্গে দেখা করার সুযোগের অপেক্ষায় ছিলাম। আমি রাফি তালুকদার ভাইকে বলেও রেখেছিলাম, যদি কখনো এমন সুযোগ আসে তাহলে যেন আমাকে ম্যাডামের সঙ্গে দেখা করার সুযোগ সৃষ্টি করে দেন। সেই সুযোগটাই অবশেষে এলো কয়েকদিন আগে। এ জন্য বিশেষ ধন্যবাদ রাফি ভাইকে।’

সাবিনা ইয়াসমিন প্রসঙ্গে টুশি বলেন, ‘যার গান শুনলে আমার গান গাইতে ইচ্ছে করে, তিনি আমার স্বপ্নের মানুষ, প্রিয় মানুষ জীবন্ত কিংবদন্তি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডাম। এই মহান শিল্পীকে এতো কাছে থেকে দেখার অনুভূতি প্রকাশ করার মতন না। আমাদের একজন সাবিনা ইয়াসমিন আছেন, এটা ভাবতেই গর্বে, ভালোবাসায় ও শ্রদ্ধায় মনটা ভরে ওঠে। আমি সবসময়ই ম্যাডামের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি।’

টুশি জানান, মঞ্চে বা টিভি শোতে তিনি সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘আমি রজনিগন্ধা ফুলের মতো’, ‘ইশারায় শিষ দিয়ে’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘দুঃখ ভালোবেসে’, ‘চঞ্চলা হাওয়ারে’ গানগুলোই বেশি পরিবেশন করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত