
বিনোদন রিপোর্টার

চ্যানেল আই সেরাকন্ঠ’ প্লাটফর্ম থেকেই উঠে এসেছে আজকের প্রজন্মের আলোচিত সংগীতশিল্পী ইমরান, লুইপা, ইউসুফ, কোনাল, ঝিলিক, আতিয়া আনিসা’ সহ আরো অনেকেই। সেই ধারাবাহিকতায় ২০২৩ সালের ‘চ্যানেল আই সেরাকন্ঠ’ প্রতিযোগিতায় ‘সেরাদের সেরা’ হয়েছেন নারায়ণগঞ্জের মেয়ে সাবরিনা নওশিন টুশি।
ছোটবেলা থেকেই টুশি উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের গান গেয়ে গেয়েই গানেই নিজেকে গড়ে তুলেছেন। তবে ছোটবেলা থেকে যার গান বেশি শুনেছেন টুশি, তিনি হলেন সাবিনা ইয়াসমিন। সুযোগের অপেক্ষায় ছিলেন জীবন্ত এই কিংবদন্তির সাথে একবার হলেই দেখা করার। টুশির সেই ইচ্ছা এবার পূরণ হল। রাজধানীর বেইলি রোডে পিয়ালের স্টুডিওতে সাবিনা ইয়াসনমিনের সঙ্গে দেখা করার সুযোগ পান টুশি। যেটুকু সময় পান সাবিনা ইয়াসমিনের সান্নিধ্যে থাকার পুরোটা সময়ই যেন ছিল তার কাছে স্বপ্নের মতো।
টুশি বলেন, ‘আমার গানের আইডল শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডাম। বহুদিন ধরেই তার সঙ্গে দেখা করার সুযোগের অপেক্ষায় ছিলাম। আমি রাফি তালুকদার ভাইকে বলেও রেখেছিলাম, যদি কখনো এমন সুযোগ আসে তাহলে যেন আমাকে ম্যাডামের সঙ্গে দেখা করার সুযোগ সৃষ্টি করে দেন। সেই সুযোগটাই অবশেষে এলো কয়েকদিন আগে। এ জন্য বিশেষ ধন্যবাদ রাফি ভাইকে।’
সাবিনা ইয়াসমিন প্রসঙ্গে টুশি বলেন, ‘যার গান শুনলে আমার গান গাইতে ইচ্ছে করে, তিনি আমার স্বপ্নের মানুষ, প্রিয় মানুষ জীবন্ত কিংবদন্তি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডাম। এই মহান শিল্পীকে এতো কাছে থেকে দেখার অনুভূতি প্রকাশ করার মতন না। আমাদের একজন সাবিনা ইয়াসমিন আছেন, এটা ভাবতেই গর্বে, ভালোবাসায় ও শ্রদ্ধায় মনটা ভরে ওঠে। আমি সবসময়ই ম্যাডামের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি।’
টুশি জানান, মঞ্চে বা টিভি শোতে তিনি সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘আমি রজনিগন্ধা ফুলের মতো’, ‘ইশারায় শিষ দিয়ে’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘দুঃখ ভালোবেসে’, ‘চঞ্চলা হাওয়ারে’ গানগুলোই বেশি পরিবেশন করেন।

চ্যানেল আই সেরাকন্ঠ’ প্লাটফর্ম থেকেই উঠে এসেছে আজকের প্রজন্মের আলোচিত সংগীতশিল্পী ইমরান, লুইপা, ইউসুফ, কোনাল, ঝিলিক, আতিয়া আনিসা’ সহ আরো অনেকেই। সেই ধারাবাহিকতায় ২০২৩ সালের ‘চ্যানেল আই সেরাকন্ঠ’ প্রতিযোগিতায় ‘সেরাদের সেরা’ হয়েছেন নারায়ণগঞ্জের মেয়ে সাবরিনা নওশিন টুশি।
ছোটবেলা থেকেই টুশি উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের গান গেয়ে গেয়েই গানেই নিজেকে গড়ে তুলেছেন। তবে ছোটবেলা থেকে যার গান বেশি শুনেছেন টুশি, তিনি হলেন সাবিনা ইয়াসমিন। সুযোগের অপেক্ষায় ছিলেন জীবন্ত এই কিংবদন্তির সাথে একবার হলেই দেখা করার। টুশির সেই ইচ্ছা এবার পূরণ হল। রাজধানীর বেইলি রোডে পিয়ালের স্টুডিওতে সাবিনা ইয়াসনমিনের সঙ্গে দেখা করার সুযোগ পান টুশি। যেটুকু সময় পান সাবিনা ইয়াসমিনের সান্নিধ্যে থাকার পুরোটা সময়ই যেন ছিল তার কাছে স্বপ্নের মতো।
টুশি বলেন, ‘আমার গানের আইডল শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডাম। বহুদিন ধরেই তার সঙ্গে দেখা করার সুযোগের অপেক্ষায় ছিলাম। আমি রাফি তালুকদার ভাইকে বলেও রেখেছিলাম, যদি কখনো এমন সুযোগ আসে তাহলে যেন আমাকে ম্যাডামের সঙ্গে দেখা করার সুযোগ সৃষ্টি করে দেন। সেই সুযোগটাই অবশেষে এলো কয়েকদিন আগে। এ জন্য বিশেষ ধন্যবাদ রাফি ভাইকে।’
সাবিনা ইয়াসমিন প্রসঙ্গে টুশি বলেন, ‘যার গান শুনলে আমার গান গাইতে ইচ্ছে করে, তিনি আমার স্বপ্নের মানুষ, প্রিয় মানুষ জীবন্ত কিংবদন্তি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডাম। এই মহান শিল্পীকে এতো কাছে থেকে দেখার অনুভূতি প্রকাশ করার মতন না। আমাদের একজন সাবিনা ইয়াসমিন আছেন, এটা ভাবতেই গর্বে, ভালোবাসায় ও শ্রদ্ধায় মনটা ভরে ওঠে। আমি সবসময়ই ম্যাডামের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি।’
টুশি জানান, মঞ্চে বা টিভি শোতে তিনি সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘আমি রজনিগন্ধা ফুলের মতো’, ‘ইশারায় শিষ দিয়ে’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘দুঃখ ভালোবেসে’, ‘চঞ্চলা হাওয়ারে’ গানগুলোই বেশি পরিবেশন করেন।

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
৬ ঘণ্টা আগে
বিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
৭ ঘণ্টা আগে
জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৮ ঘণ্টা আগে
বাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৮ ঘণ্টা আগে