
বিনোদন রিপোর্টার

প্রথমবার অস্ট্রেলিয়ার সিডনিতে গান গাইতে যাচ্ছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল। সঙ্গে যাচ্ছে তার ব্যান্ড দল ‘আই কিংস’। এর আগে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্টেজ শোতে পারফর্ম করেছিলেন ইমরান। কিন্তু এবারই প্রথম তিনি তার ব্যান্ড দল ‘আই কিংস’কে সাথে নিয়ে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান মাহমুদুল।
ইমরান বলেন, ‘ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ২ মে আমি এবং আমার দল আই কিংস অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবার পারফর্ম করতে যাচ্ছি। সেখানে প্রবাসী বাংলাদেশি অনেক দর্শক রয়েছেন। তাদের দীর্ঘদিনের ইচ্ছে যেন আমি সেখানে স্টেজ শোতে পারফর্ম করি। অবশেষে সবমিলিয়ে সুযোগ হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে পারফর্ম করার। সিডনিতে বসবাসরত সকল বাংলাদেশি, বাংলা ভাষাভাষী দর্শক শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছি, এই স্টেজ শোতে আসার জন্য। আশা করছি সবার সঙ্গে দেখা হবে, কথা হবে গল্প, গানে আড্ডা হবে। ধন্যবাদ আয়োজক ফাগুন হাওয়া ও এর কর্ণধার তিশা তানিয়াকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। তাদের আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে।’
এদিকে, দুই মাস আগে ইমরানের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ইমরান মাহমুদুল’-এ প্রকাশিত হয়েছে ‘পারবোনা তোমাকে ছাড়তে’ গানটি। গানটি লিখেছেন ও সুর সঙ্গীত করেছেন ইমরান নিজেই। এতে তার সহশিল্পী হোমায়রা ঈশিকা। সৈকত রেজা পরিচালিত মিউজিক ভিডিওটিতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন কেয়া পায়েল। এর আগে বেশকিছু গানের মিউজিক ভিডিওতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন কেয়া পায়েল, যিনি এই সময়ের একজন জনপ্রিয় অভিনেত্রী। এরই মধ্যে গানটি ৪২ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।
ইমরান জানান, আই কিংস’ ব্যান্ড দলে তারসঙ্গে আরো আছেন ড্রামসে সজল কুমার সাহা, কী-বোর্ডে কাইয়ূম খান, গিটারে রাজীব ঘোষ ও বেইজ গিটারে জাহাঙ্গীর আলম জনি। এদিকে ইমরান আগামী ডিসেম্বরে দেশের মধ্যে স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকবেন।
পাশাপাশি বেশ কয়েকটি সিনেমাতেও প্লে-ব্যাক করছেন, চূড়ান্ত হলেই জানাবেন তিনি। এছাড়াও আসিফ ইকবালের লেখা ও তার নিজের সুর সঙ্গীতে ‘শুধু তোমাকে ছাড়া’ গানটি নিয়ে আসছেন আগামী মাসে। এতে তার সঙ্গে মডেল হিসেবে থাকবেন নাজনীন নীহা এবং মিউজিক ভিডিওটি নির্মাণ করবেন সৈকত রেজা।

প্রথমবার অস্ট্রেলিয়ার সিডনিতে গান গাইতে যাচ্ছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল। সঙ্গে যাচ্ছে তার ব্যান্ড দল ‘আই কিংস’। এর আগে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্টেজ শোতে পারফর্ম করেছিলেন ইমরান। কিন্তু এবারই প্রথম তিনি তার ব্যান্ড দল ‘আই কিংস’কে সাথে নিয়ে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান মাহমুদুল।
ইমরান বলেন, ‘ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ২ মে আমি এবং আমার দল আই কিংস অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবার পারফর্ম করতে যাচ্ছি। সেখানে প্রবাসী বাংলাদেশি অনেক দর্শক রয়েছেন। তাদের দীর্ঘদিনের ইচ্ছে যেন আমি সেখানে স্টেজ শোতে পারফর্ম করি। অবশেষে সবমিলিয়ে সুযোগ হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে পারফর্ম করার। সিডনিতে বসবাসরত সকল বাংলাদেশি, বাংলা ভাষাভাষী দর্শক শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছি, এই স্টেজ শোতে আসার জন্য। আশা করছি সবার সঙ্গে দেখা হবে, কথা হবে গল্প, গানে আড্ডা হবে। ধন্যবাদ আয়োজক ফাগুন হাওয়া ও এর কর্ণধার তিশা তানিয়াকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। তাদের আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে।’
এদিকে, দুই মাস আগে ইমরানের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ইমরান মাহমুদুল’-এ প্রকাশিত হয়েছে ‘পারবোনা তোমাকে ছাড়তে’ গানটি। গানটি লিখেছেন ও সুর সঙ্গীত করেছেন ইমরান নিজেই। এতে তার সহশিল্পী হোমায়রা ঈশিকা। সৈকত রেজা পরিচালিত মিউজিক ভিডিওটিতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন কেয়া পায়েল। এর আগে বেশকিছু গানের মিউজিক ভিডিওতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন কেয়া পায়েল, যিনি এই সময়ের একজন জনপ্রিয় অভিনেত্রী। এরই মধ্যে গানটি ৪২ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।
ইমরান জানান, আই কিংস’ ব্যান্ড দলে তারসঙ্গে আরো আছেন ড্রামসে সজল কুমার সাহা, কী-বোর্ডে কাইয়ূম খান, গিটারে রাজীব ঘোষ ও বেইজ গিটারে জাহাঙ্গীর আলম জনি। এদিকে ইমরান আগামী ডিসেম্বরে দেশের মধ্যে স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকবেন।
পাশাপাশি বেশ কয়েকটি সিনেমাতেও প্লে-ব্যাক করছেন, চূড়ান্ত হলেই জানাবেন তিনি। এছাড়াও আসিফ ইকবালের লেখা ও তার নিজের সুর সঙ্গীতে ‘শুধু তোমাকে ছাড়া’ গানটি নিয়ে আসছেন আগামী মাসে। এতে তার সঙ্গে মডেল হিসেবে থাকবেন নাজনীন নীহা এবং মিউজিক ভিডিওটি নির্মাণ করবেন সৈকত রেজা।

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে উপন্যাস লিখেছেন কথাসাহিত্যিক আবদুল্লাহ আল মুক্তাদির। ‘মায়ার সিংহাসন’ নামে এ উপন্যাসের উপজীব্য বাংলাদেশের জন-সংস্কৃতিতে এ গায়িকার আবির্ভাব, সংগ্রাম ও বিবর্তন।
১১ ঘণ্টা আগে
গুণীজন সম্মাননায় ভূষিত হয়েছেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল। গতকাল, ১ নভেম্বর তার নিজ জন্মভূমি নরসিংদী জেলাবাসীর পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা জানানো হয়।
১১ ঘণ্টা আগে
এবার প্রেমের গল্প নিয়ে ওটিটির জন্য নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘তোমার জন্য মন’। ৫ নভেম্বর রাত ১২টায় (৬ নভেম্বর) ফিল্মটি মুক্তি পাবে চরকিতে।
১৩ ঘণ্টা আগে
পুরান ঢাকার বাহ্যিক আবরণ সময়ের সঙ্গে বদলে গেছে। তবে তার ঐতিহ্য এখনো বহমান। স্থানীয় বাসিন্দাদের আধিক্য থাকলেও বিভিন্ন কর্মসূত্রে বহিরাগতদের উপস্থিতি একদিকে যেমন সমৃদ্ধ করেছে পুরান ঢাকাকে, ঠিক একইভাবে অস্তিত্ব সংকটেও ফেলেছে। সেসব গল্প ধারাবাহিক নাটক ‘মহল্লা’য় এনেছেন নাট্যনির্মাতা ফরিদুল হাসান।
১৪ ঘণ্টা আগে