বিনোদন রিপোর্টার
টিভি নাটকে হুমায়ূন আহমেদের অন্যতম সফল সৃষ্টি ‘তারা তিনজন’। ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরুকে এক করে অনেকগুলো নাটক রচনা ও নির্মাণ করেছেন তিনি। যার সবগুলোই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। তবে নতুন খবর হলো, বাবার জনপ্রিয় এই ত্রয়ীকে নাটক আকারে নয়, পাঁচটি বিজ্ঞাপনের মাধ্যমে পর্দায় আনছেন হুমায়ূনপুত্র।
বিজ্ঞাপনেও তারা ফিরছেন নাটকের সেই ‘মামা-ভাগ্নে’ চরিত্রে। নুহাশ হুমায়ূন নির্মাণ করেছেন বিকাশের পাঁচটি বিজ্ঞাপনচিত্র। সেখানেই ‘তারা তিনজন’-এর সেই মামা-ভাগ্নেরূপে তাদের দেখা যাবে। ১৪ বছর পর ভিন্ন মাধ্যমে তাদের ফিরিয়ে এনেছেন হুমায়ূনপুত্র নুহাশ হুমায়ূন।
এ বিষয়ে নুহাশ বলেন, ‘বাবার পরিচালনায় যারা অভিনয় করেছেন, তাদের সঙ্গে আমার কাজ করার খুব আগ্রহ ছিল। ডা. এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, স্বাধীন খসরু চাচাদের সঙ্গেও কাজ করবÑ এমন ইচ্ছা ছিল। বেশ কদিন আগে বিকাশ থেকে আমাকে প্রস্তাব দেওয়া হয় এ তিনজনকে নিয়ে বিজ্ঞাপন নির্মাণের। যেহেতু তাদের সঙ্গে কাজ করার আগ্রহ ছিল, তিনজনকে নিয়েই বিজ্ঞাপনচিত্র হওয়ায় আগ্রহবোধ করি। পাশাপাশি বলব পাণ্ডুলিপির কথা। বিজ্ঞাপনগুলোর পাণ্ডুলিপি খুবই চমৎকার, তাই রাজি হয়ে যাই।’
তিনি আর বলেন, ‘আমরা তাদের শুধু কৌতুকাভিনেতা হিসেবেই বেশি দেখি। তবে তারা কিন্তু সব ধরনের অভিনয়ই জানেন। শুটিংয়ের সময় তাদের অভিনয়, আড্ডা, পারস্পরিক রসায়ন, প্রাণখোলা হাসি, ইউনিটের স্পটবয় থেকে সবার আলাদা করে নজর কাড়ে। তাই আমি তাদের নিয়ে আরো বড় পরিসরে কাজ করতে আগ্রহী।’
জানা গেছে, তিনজনকে নিয়ে সদ্য নির্মিত বিজ্ঞাপনচিত্রগুলো একটি আর্থিক লেনদেন করা অ্যাপের, যা শিগগিরই সম্প্রচারে আসবে বিভিন্ন প্রচারমাধ্যমে।
টিভি নাটকে হুমায়ূন আহমেদের অন্যতম সফল সৃষ্টি ‘তারা তিনজন’। ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরুকে এক করে অনেকগুলো নাটক রচনা ও নির্মাণ করেছেন তিনি। যার সবগুলোই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। তবে নতুন খবর হলো, বাবার জনপ্রিয় এই ত্রয়ীকে নাটক আকারে নয়, পাঁচটি বিজ্ঞাপনের মাধ্যমে পর্দায় আনছেন হুমায়ূনপুত্র।
বিজ্ঞাপনেও তারা ফিরছেন নাটকের সেই ‘মামা-ভাগ্নে’ চরিত্রে। নুহাশ হুমায়ূন নির্মাণ করেছেন বিকাশের পাঁচটি বিজ্ঞাপনচিত্র। সেখানেই ‘তারা তিনজন’-এর সেই মামা-ভাগ্নেরূপে তাদের দেখা যাবে। ১৪ বছর পর ভিন্ন মাধ্যমে তাদের ফিরিয়ে এনেছেন হুমায়ূনপুত্র নুহাশ হুমায়ূন।
এ বিষয়ে নুহাশ বলেন, ‘বাবার পরিচালনায় যারা অভিনয় করেছেন, তাদের সঙ্গে আমার কাজ করার খুব আগ্রহ ছিল। ডা. এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, স্বাধীন খসরু চাচাদের সঙ্গেও কাজ করবÑ এমন ইচ্ছা ছিল। বেশ কদিন আগে বিকাশ থেকে আমাকে প্রস্তাব দেওয়া হয় এ তিনজনকে নিয়ে বিজ্ঞাপন নির্মাণের। যেহেতু তাদের সঙ্গে কাজ করার আগ্রহ ছিল, তিনজনকে নিয়েই বিজ্ঞাপনচিত্র হওয়ায় আগ্রহবোধ করি। পাশাপাশি বলব পাণ্ডুলিপির কথা। বিজ্ঞাপনগুলোর পাণ্ডুলিপি খুবই চমৎকার, তাই রাজি হয়ে যাই।’
তিনি আর বলেন, ‘আমরা তাদের শুধু কৌতুকাভিনেতা হিসেবেই বেশি দেখি। তবে তারা কিন্তু সব ধরনের অভিনয়ই জানেন। শুটিংয়ের সময় তাদের অভিনয়, আড্ডা, পারস্পরিক রসায়ন, প্রাণখোলা হাসি, ইউনিটের স্পটবয় থেকে সবার আলাদা করে নজর কাড়ে। তাই আমি তাদের নিয়ে আরো বড় পরিসরে কাজ করতে আগ্রহী।’
জানা গেছে, তিনজনকে নিয়ে সদ্য নির্মিত বিজ্ঞাপনচিত্রগুলো একটি আর্থিক লেনদেন করা অ্যাপের, যা শিগগিরই সম্প্রচারে আসবে বিভিন্ন প্রচারমাধ্যমে।
বিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
২২ মিনিট আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
১ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
২ ঘণ্টা আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৪ ঘণ্টা আগে