অপু আমানের কথা-সুরে নিশাতের ‘বিদেশে যাইওনা রে বন্ধু’

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৪: ৪৩

মির্জা নিশাত এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। সাধারনত ফোক গান গাইতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। স্টেজ শোতেও তিনি ফোক গানই গেয়ে থাকেন। তবে নিশাত তার সঙ্গীত জীবনের শুরু থেকেই চেয়ে এসেছিলেন যেন নিজের কিছু মৌলিক ফোক গান থাকে।

সেই ধারাবাহিকতায়, নিশাতের কন্ঠে অপু আমানের কথা ও সুরেই প্রকাশিত হয়েছে আরো একটি ফোক ঘরানার গান ‘বিদেশে যাইওনা রে বন্ধু’ গানটি। গানটির মিউজিক এবং মিক্স মাস্টার করেছেন অপু আমানই। এই গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন নিশাত।

বিজ্ঞাপন

নিশাত বলেন, ‘অপু আমানের কথা ও সুরে এর আগেও আমি গান গেয়েছি। তবে ‘বিদেশে যাইওনা বন্ধু’ গানটির জন্য বেশি সাড়া পাচ্ছি। চেষ্টা করেছি খুব দরদ দিয়ে গানটি গাইতে। আর মিউজিক ভিডিওতে আমাকেও বেশ গ্ল্যামারাসভাবে উপস্থাপন করা হয়েছে। নিশাত মিউজিক জোনে প্রকাশিত এই গানটির কমেন্ট বক্সে গান নিয়ে, মিউজিক ভিডিওতে আমার প্রেজেন্স নিয়ে অনেক পজিটিভি মন্তব্য পড়ে ভীষণ মুগ্ধ হয়েছি। আমি অনুপ্রাণিত হয়েছি আরো ভালো ভালো গান করার। ধন্যবাদ অপু আমানকে আমাকে চমৎকার এই গানটি করে দেবার জন্য। সত্যি বলতে কী আমার গানের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাবার জন্য অপু আমানের যে অবদান তাতে আজীবন তার প্রতি আমি মন থেকে কৃতজ্ঞ থাকবো। তার কাছে ঋনী আমি।’

মির্জা নিশাত এক দশকেরও বেশি সময় রাজধানীর লিংকন ইউনিভার্সিটিতে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে চাকুরী করেছেন। বর্তমানে তিনি গানের পাশাপাশি স্পেকট্রাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কলেজে ম্যানেজার হিসেবে কর্মরত।

এদিকে নিশাত জানান, শিগগিরই আরো একটি ফোক ঘরানার গান ‘রসিক চান’ প্রকাশ পাবে তারই চ্যানেলে। গানটি লিখেছেন রাসেল কবির, সুর করেছেন স্বপ্নীল রাজ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত