এস্টার অ্যাওয়ার্ডের দুই শাখায় ইকবালের মনোনয়ন

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৭: ২৫

যুক্তরাষ্ট্রের গবেষক-শিক্ষাবিদ, নোবেলজয়ী সাহিত্যিক ও সিনেমাবোদ্ধাদের সংগঠন ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ফিল্ম, সায়েন্স অ্যান্ড আর্টস’-এর ‘এস্টার অ্যাওয়ার্ডে’ মনোনয়ন পেয়েছেন দেশের নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী।

‘বলী’ (দ্য রেসলার) সিনেমার জন্য সেরা চিত্রনাট্যকার ও সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন তিনি। বিজ্ঞপ্তিতে ইকবাল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক সংগঠন ‘আইআইএএফএসএ’ সম্প্রতি ঘোষণা করেছে এস্টার অ্যাওয়ার্ড মনোনয়নের তালিকা। সেখানে দুটি মনোনয়ন পেয়েছেন তিনি। প্রতিক্রিয়া জানিয়ে ইকবাল বলেন, ‘এটি একদমই অপ্রত্যাশিত এবং চেনা ছকের বাইরে একটি মনোনয়ন। এখানে বিশ্বের শীর্ষ সিনেমা গবেষকরা মূলত গোপনে ভোট দিয়েছেন। গোপন সংক্ষিপ্ত তালিকায় থাকা সিনেমাগুলো থেকে চূড়ান্ত মনোনয়ন বেছে নিয়েছেন বিচারকরা। বিষয়টি খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। আর গত দুই বছরে বিশ্বজুড়ে প্রশংসিত সেরা সিনেমার তালিকায় বাংলাদেশের একটা সিনেমার নাম দেখাটা সবসময়ই আমার জন্য বিশেষ আনন্দের।’

বিজ্ঞাপন

মনোনয়ন তালিকায় অন্য সিনেমাগুলোর মধ্যে আছে ‘দ্য গার্ল উইথ দ্য নিডল’ (অস্কার ও গোল্ডেন গ্লোব মনোনীত), ‘দ্য সিড অব দ্য সেক্রেড ফিগ’ (অস্কার ও গোল্ডেন গ্লোব মনোনীত), ‘সাউন্ড অব ফলিং’, ‘ল্যাম্ব’ এবং ‘সন্তোষ’ (কান)।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত