আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হলো নিপুণকে

ডেস্ক রিপোর্ট
বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হলো নিপুণকে

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় অভিনেত্রী নিপুণ আক্তারকে হেফাজতে নেয় ইমিগ্রেশন পুলিশ। লন্ডন যাত্রা বাতিল করে তাকে ফেরত পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে তাকে আটক করা হয়। তিনি বিজি ২০১ ফ্লাইটে সিলেট টু-হিথ্রো বিমান বন্দরের উদ্দেশ্য যাওয়ার কথা ছিল।

ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের ওসি মোস্তফা নূরই বাহার জানান, নিপুণ শুক্রবার সকালে বিমানের ফ্লাইটে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল।

ওসি মোস্তফা বলেন, ইমিগ্রেশনের সময় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) আপত্তিতে নিপুণকে যাত্রা করতে না দিয়ে আটক করা হয়। বিমানবন্দরে নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন