আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশে গাইবেন পাকিস্তানের আইমা

বিনোদন রিপোর্টার
বাংলাদেশে গাইবেন পাকিস্তানের আইমা

প্রথমবারের মতো বাংলাদেশে গান শোনাতে আসছেন পাকিস্তানের সংগীতশিল্পী আইমা বেগ। ১২ এপ্রিল রাজধানীর সেনাপ্রাঙ্গণে ‘ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড’ অনুষ্ঠানে গান শোনাবেন আইমা। কনসার্টটির আয়োজন করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। এক ফেসবুক পোস্টের মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠান আইমার কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছে।

ইয়ামাহা মিউজিকের জ্যেষ্ঠ নির্বাহী আল শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, ‘ওয়ান ট্রু সাউন্ডের ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে আমরা নিয়মিতই কনসার্টের আয়োজন করে থাকি। এবার আয়োজনটি আরো বড় পরিসরে করছি। আইমার সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় কজন সংগীতশিল্পী যুক্ত হবেন। শিগগির টিকিটের বিস্তারিত বিষয়সহ সব জানানো হবে।’

বিজ্ঞাপন

২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথম প্লেব্যাকের সুযোগ পান আইমা। প্রথম সিনেমায় তিনটি গানে কণ্ঠ দেন তিনি। ‘কালাবাজ দিল’ গানের জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ড ও গ্যালাক্সি ললিউড অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার পান এ গায়িকা। এ ছাড়া ‘সাত দিন মোহাব্বত ইন’, ‘দ্য ডাংকি কিং’, ‘কাফ কাঙ্গানা’, ‘বাজি’ ইত্যাদি সিনেমায় গান গেয়ে আলোচনায় আসেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন