বাড়িতে ঢুকে সাইফ আলী খানকে ছুরিকাঘাত

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১২: ১৭
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১২: ৩৯

গভীর রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। সাইফ আলি খান আহত হলেও আশঙ্কামুক্ত বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। বান্দ্রা থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলার সময় বাড়ির তিনজন কর্মীর একজন আহত হয়েছেন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।

অস্ত্রোপচার শেষে সাইফ আশঙ্কামুক্ত বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্র।

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী করিনা কাপুর এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন সাইফ। সম্প্রতি সুইজারল্যান্ড থেকে ফিরেছেন তারা।

পুলিশ বলছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার পরিচারকের সঙ্গে তর্ক শুরু করেন। গোলমাল থামাতে গেলে আচমকা সাইফের ওপর চড়াও হন ওই ব্যক্তি। অভিনেতার গলায় ১০ সেন্টিমিটারের ক্ষত, আঘাতের চিহ্ন হাতে। হাসপাতালে আনার সময় পিঠে ধারালো কিছু গেঁথে ছিল।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত