তিন গুণীজন স্মরণে ‘গাংচিল’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ০৪

বাংলাদেশের তিন গুণীজনের জন্ম ও প্রয়াণ দিবসে প্রাইভেট চ্যানেল প্রচারিত হবে চলচ্চিত্র ‘গাংচিল’। এবছরই চলছে চলচ্চিত্রটি মুক্তির ৪৫ বছর। রুহুল আমিন পরিচালিত ‘গাংচিল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বুলবুল আহমেদ। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। আগামীকাল এই দুই কিংবদন্তীর জন্মদিন।

চলচ্চিত্রটিতে গান লিখেছিলেন গীতিকার মাজহারুল আনোয়ার। আজ তার মৃত্যুবার্ষিকী। এই চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছিলেন-অঞ্জনা রহমান, আহমেদ শরীফ, গোলাম মোস্তফা, সুমতিা দেবী, আনোয়ারা, মিজু আহমেদ, মতি, ইলোরা গহর প্রমুখ।

বিজ্ঞাপন

চলচ্চিত্রটি চ্যানেল আইতে প্রচার হবে আগামীকাল ৪ সেপ্টেম্বর বিকাল ০৩:০৫ মিনিটে। এছাড়াও সকালে গান দিয়ে শুরুতে থাকবে তিনজনকে নিয়ে বিশেষ পর্ব। দুপুরে এবং সিনেমার গানে গাংচিল চলচ্চিত্র এবং সাবিনা ইয়াসমিনের গান থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত