সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকীতে স্বপ্নদল আয়োজন

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৮: ৩২
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ২০: ০১

আগামীকাল ১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ১৮ এবং ১৯ আগস্ট নাট্যসংগঠন স্বপ্নদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে আয়োজন করেছে দু’দিনব্যাপী 'নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৫'।

উৎসবে বাংলা নাট্যরীতিতে নির্মিত স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত প্রযোজনা ‘হরগজ’ ও ‘চিত্রাঙ্গদা’-র বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়াও থাকছে স্মরণ-শোভাযাত্রা, সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ, নাট্যাচার্যের প্রতিকৃতি সহকারে শিল্পকলা চত্বর সজ্জা, নাট্যাচার্যের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনা প্রভৃতি। ঐতিহ্যের ধারায় গবেষণাগার পদ্ধতিতে ‘হরগজ’ ও ‘চিত্রাঙ্গদা’ দু’টি প্রযোজনারই নির্দেশনা দিয়েছেন নাট্যাচার্যের ছাত্র জাহিদ রিপন।

বিজ্ঞাপন

নাট্যাচার্যের জন্ম ও প্রয়াণদিবস স্মরণে স্বপ্নদলের নিয়মিত উৎসব আয়োজনের ৩২তম এ আসরের স্লোাগান ‘সেলিম আল দীন-রবীন্দ্রনাথ মোদের শিল্পে রয়, বাংলা নাট্যের জয়যাত্রা অনন্ত-অক্ষয়’।

আগামীকাল উৎসবের প্রথম দিনে সকাল দশটায় থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুরাতন কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ। এরপর সন্ধ্যা সাতটায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’-এর ৪৯তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সমাপনী দিনে সন্ধ্যা সাতটায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে আধুনিক বাংলা নাট্যরীতির কাব্যনাট্য ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি)-র ‘ভারত রঙ্গ মহোৎসব ২০২৪’-এ প্রদর্শিত রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’-র ১১৯তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। ।

প্রসঙ্গত, ১৯৮৯-এ মানিকগঞ্জ জেলার হরগজ-এ সংঘটিত প্রলয়ংকারী টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে সেলিম আল দীন ‘হরগজ’ নাটকটি রচনা করেন। প্রায়-আণবিক বিস্ফোরণতুল্য সে ঝড়ের পরে প্রথম-উদ্ধারকারী দলের সেখানে গমন এবং আকৃতির জগৎ থেকে তাদের হঠাৎ নিরাকৃতির জগতে উপস্থিত হওয়ার প্রতিক্রিয়া ও পরিণতি নিয়েই নাটকটি আবর্তিত। অন্যদিকে, মহাভারত অবলম্বনে রচিত ‘চিত্রাঙ্গদা’-র নাট্যকাহিনিতে মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদা মহাবীর অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। এবারে অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষত-বিক্ষত হতে থাকে। অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে? এভাবে ‘চিত্রাঙ্গদা’ পৌরাণিক কাহিনির আড়ালে যেন এ কালেরই নর-নারীর মনোদৈহিক সম্পর্কের টানাপড়েন এবং পাশাপাশি পারস্পরিক সম্মানাবস্থানের প্রেরণারূপে উপস্থাপিত হয়।

প্রসঙ্গত, বাংলা ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ নাট্যতাত্ত্বিক-নাট্যকার নাট্যাচার্য সেলিম আল দীন ১৯৪৯-এর ১৮ই আগস্ট জন্মগ্রহণ করেন এবং ১৪ই জানুয়ারি ২০০৮ প্রয়াত হন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত