নাম ভূমিকায় ফারজানা মিহি

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৪: ২৮

ফারজানা মিহি, যিনি এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, সম্প্রতি নাম ভূমিকায় অভিনয় করেছেন নতুন একটি নাটকে, যার শিরোনাম ‘মিথিলার ফিরে আসা’। মুসাফির রনি পরিচালিত ‘জোনাকির আলো’ ধারাবাহিকে শহীদুজ্জামান সেলিমের কন্যার চরিত্রে তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। এবার তিনি আরেকটি নাটকে মিথিলার চরিত্রে অভিনয় করেছেন, যা নিয়ে দর্শকের মধ্যেও আগ্রহ বাড়ছে।

কামরুল হুদার রচনা ও কামরুল হাসান সুজনের পরিচালনায় নির্মিত মিথিলার ফিরে আসা নাটকে রাসেলের ভূমিকায় আছেন শিশির আহমেদ ও আবির চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আহমেদ। নাটকের গল্প বলছে, রাসেল ও মিথিলা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে পরিচিত হয়। তবে মিথিলা জানত না যে রাসেল নেশাগ্রস্ত। বিয়ের পর তার নেশার কারণে দুঃখ পায় মিথিলা, দিন দিন রাসেলের অত্যাচারে সে প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে যায়। অবশেষে মিথিলা তালাক দেয়। এ সময় তার পাশে এসে দাঁড়ায় আবির। এরপর এগিয়ে যায় নাটকের মূল গল্প।

বিজ্ঞাপন

ফারজানা মিহি বলেন, ‘নাম ভূমিকায় কাজ করার কারণে চরিত্রে বেশি মনোযোগ দিতে হয়েছে। গল্পটি সুন্দর এবং আমার দুই সহশিল্পী দারুণ অভিনয় করেছেন।’ শিশির আহমেদ বলেন, ‘যদিও এ ধরনের গল্প আগে নির্মিত হয়েছে, নির্মাতা তার নির্মাণশৈলীতে গল্পটিকে নতুন করে উপস্থাপন করেছেন। মিহির সঙ্গে কাজ করাটা সব সময়ই আনন্দদায়ক।’ সাব্বির আহমেদ যোগ করেন, ‘এ নাটক নেশার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করবে; কারণ সমাজে নেশার কারণে অনেক যুবকের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আশা করি দর্শক নাটকটি পছন্দ করবেন।’

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত