‘অনলাইন অফলাইন সিজন ২’

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ০৫

চার বছর আগে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হওয়া ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইন’। নাটকটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। তিনশর বেশি পর্ব প্রচারিত হয়েছে এ নাটকের। দর্শকের চাহিদার কারণে এবার এ ধারাবাহিকের ‘সিজন ২’ পর্দায় এনেছে মাছরাঙা টেলিভিশন। সোমবার থেকে প্রচারিত হচ্ছে নতুন সিজনের। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে এটি। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, তানজিকা আমিন, চাষী ইসলাম, সাঈদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সালহা খানম নাদিয়া, শামীমা নাজনীন, সাদিয়া তানজিন, বাপ্পি আশরাফ, মিষ্টি ঘোষ, মারুফ মিঠু, রিমু খন্দকার, আনোয়ার হোসাইন, হানিফ পালোয়ান, অর্পণ, মাসুদ হারুন প্রমুখ।

বিজ্ঞাপন

গত সিজনে নাটকের শেষের দিকে যে মানুষগুলো অফলাইনে চলে গিয়েছিল তাদের ভেতর সব থেকে বড় নাম কণা। এ গল্পের শুরুতেই কণা ফিরে আসে। ফিরে এসেই সে রন্টুকে খুঁজতে থাকে। রিশাদের সঙ্গে দেখা হয় তার। দেখা হয় রকির সঙ্গেও। কিন্তু কেউ তাকে রন্টুর খোঁজ দেয় না। অবশেষে রন্টুই জানতে পারে, কণা এসেছে তার খোঁজে। সে যেন পাগল হয়ে যায় তার কাছে যাওয়ার জন্য। কণা তখন অপহরণকারীদের কাছে। সেখান থেকে নানাভাবে চেষ্টা করে তাকে ছাড়িয়ে নিয়ে আসে রন্টু। কিন্তু কণা কি সেই আগের কণা আছে? না নেই। দুজনের মাঝে বিরাট একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায় তার অতীত। এভাবেই চলতে থাকে গল্প।

ধারাবাহিকটি সম্পর্কে পরিচালক সাগর জাহান বলেন, ‘এটি মূলত একটি ট্রেন্ডি প্রডাকশন। গল্পে অনেক টুইস্ট আছে। প্রথম সিজনের মতো এ সিজনও দর্শককে আনন্দ দেবে। আসলে দর্শকের ভালোবাসা থেকেই সিজন ২ করার উৎসাহ পেয়েছি। আমার বিশ্বাস এটি এবারো দর্শকের মন জয় করবে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

নাটক
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত