সাইফের শরীর থেকে ছুরির খণ্ডাংশ অপসারণ, আটক ৩

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১৩: ৩৭
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৪: ৩৮
সাইফ আলি খান। ছবি: সংগৃহীত

ছুরিকাঘাতে আহত বলিউড অভিনেতা সাইফ আলি খানের অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচারে তার শরীর থেকে ২ থেকে ৩ ইঞ্চির ছুরির অংশ বের করেছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সাইফের শরীর থেকে প্রায় ২ থেকে ৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকরা মনে করছেন এটা ছুরিরই ভাঙা অংশ।

লীলাবতী হাসপাতালের তরফ থেকে আগেই জানানো হয়, অভিনেতার শরীরে ৬টি ক্ষত রয়েছে। এর মধ্যে দুটি ক্ষত গভীর বলে জানানো হয়। সাইফ তার শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন।

অন্যদিকে মধ্যরাতে সাইফের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সন্দেহভাজনকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে বুধবার মধ্যরাতে নিজ বাড়িতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর চড়াও হয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীকারী। ডাকাতির উদ্দেশেই এই ঘটান বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত