শুধু গান নয়, জীবন থেকে অবসর নিলেন হেভি মেটাল আইকন ওজি অসবোর্ন

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৪: ৫৫
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৫: ৪৯

ব্ল্যাক সাবাথ ব্যান্ডের কিংবদন্তি গায়ক এবং ব্রিটিশ হেভি মেটালের আইকন ওজি অসবোর্ন মারা গেছেন। গতকাল মঙ্গলবার ৭৬ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। খবরটি নিশ্চিত করেছে শিল্পীর পরিবার।

অসবোর্ন পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, 'আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের প্রিয় ওজি অসবোর্ন আজ সকালে মারা গেছেন। তিনি তার পরিবারের সাথে ছিলেন এবং ভালোবাসায় সিক্ত ছিলেন। আমরা সবাইকে অনুরোধ করছি এই সময়ে আমাদের পারিবারিক গোপনীয়তাকে সম্মান করুন।’

বিজ্ঞাপন

পরিবেরের পক্ষ থেকে মৃত্যুর কোনও কারণ জানানো হয়নি। যদিও গত কয়েক বছর ধরেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে ওজি অসবোর্ন বার্মিংহামের ভিলা পার্কে তার সাবেক ব্যান্ড ব্ল্যাক সাবাথের সঙ্গে শেষবারের মতো পারফর্ম করেছিলেন। বিদায়ী কনসার্টে অসবোর্ন দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমি ছয় বছর ধরে শয্যাশায়ী ছিলাম। আমার কেমন লাগছে, সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই।’

১৯৭০-এর দশকে হেভি মেটাল ব্যান্ড ব্ল্যাক সাবাথ-এর প্রধান হিসেবে সংগীত ক্যারিয়ার শুরু করেন ওজি। ‘প্যারানয়েড’, ‘ওয়ার পিগস’ এবং ‘সাবাথ ব্লাডি সাবাথ’-এর মতো গানগুলো তাকে ও ব্যান্ডটিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে এবং হেভি মেটাল সঙ্গীতের পথিকৃৎ হিসেবে সঙ্গীতে এক অমোচনীয় ছাপ ফেলেছিল। মাদক ও অ্যালকোহলের উপর তার ক্রমবর্ধমান নির্ভরতা, ও অতিরিক্ত উচ্ছৃঙ্খলতার কারণে ১৯৭৯ সালে অসবর্নকে ব্যান্ড থেকে বের করে দেয়া হয়।

কিন্তু ব্যান্ডের সাথে পুনরায় একত্রিত হওয়ার আগে তিনি একটি সফল একক ক্যারিয়ার তৈরি করেছিলেন। ‘ক্রেজি ট্রেন’, ‘গুডবাই টু রোম্যান্স’, ‘ফ্লাইং হাই অ্যাগেইন’ এবং ‘ইউ ক্যান’ট কিল রক অ্যান্ড রোল’ ছিল তার জনপ্রিয় গান।

ওজি অসবোর্ন ছিলেন হেভি মেটাল ঘরানার পথপ্রদর্শক, যার কণ্ঠের ভৌতিক সুর এই ধারার বিকাশে বড় ভূমিকা রেখেছিল। একসময় মঞ্চে বাদুরের মাথা কেটে খাওয়ার মতো কাণ্ড ঘটিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। মাদকাসক্তির কারণে একসময় নিজের স্ত্রীকে খুনের চেষ্টাও করেছিলেন। পরে জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অসবোর্নস’-এ পরিবারের সঙ্গে সহজ-সরল উপস্থিতির জন্য দর্শকদের ভালোবাসা কুড়ান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত