বিনোদন রিপোর্টার
গানের আঙ্গিনায় নতুন এক ট্রেন্ড নিয়ে তিনি হাজির হয়েছিলেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক হাবিব ওয়াহিদ। তবে তিনি আগের মতো খুব একটা নিয়মিত নন। নিজের ইউটিউব চ্যানেল ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গান প্রকাশ করে আসছেন।
সেই ধারাবাহিকতায় গত শনিবার (৯ আগস্ট) হাবিবের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তার সর্বশেষ গান ‘জানি না’। পাশাপাশি স্পটিফাই, স্বাধীন মিউজিকসহ বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে এটি।
‘জানি না যে চলে যায়, সেকি ফেরে হায়; এ হৃদয় তবু কেন তারেই খুঁজে যায়/ জানি না এ হৃদয় কেন ভেঙেচুরে যায়, যে হারালো তবু কেন তারই দেখা পায়’ এমন বিরহী-ব্যথার কথায় সাজানো গানটি লিখেছেন শ্রাবণ। সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী হাবিব নিজেই।
হাবিবের কথায়, ‘বিরহের গান আগেও গেয়েছি। তবে আগের গানগুলো থেকে ‘জানি না’র সংগীতায়োজনে একটু আনার চেষ্টা ছিল। আশা করছি, গানটি শ্রোতাদের প্রত্যাশা পূরণ করবে।’
এর আগে মাত্র দুই সপ্তাহ আগে হাবিব প্রকাশ করেছিলেন ‘দিলা না’ শিরোনামের আরেকটি গান। আলী বাকের জিকোর কথায় সেই গানটির সুর, সংগীতায়োজন ও প্রযোজনাও করেছিলেন তিনি নিজেই।
এদিকে অডিও-ভিডিও গান ছাড়াও নাটক, সিনেমার প্লেব্যাক ও সংগীতা পরিচালনা করে যাচ্ছেন হাবিব। কিছুদিন আগে তিনি প্লেব্যাক করেছেন ‘হৃদয়ের কথা’ নামে একক নাটকে। এতে অনেক দিন পর ন্যান্সির সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া তাঁর ‘ভালোবাসি শুধু যে তোমারে’ গানটি অনেকের মনোযোগ কেড়েছে। তার আগে তিনি শ্রোতা মনে আঁচড় কেটেছেন প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘জংলি’ সিনেমার ‘যদি আলো আসতো’ গানটিতে প্লেব্যাক করে।
গানের আঙ্গিনায় নতুন এক ট্রেন্ড নিয়ে তিনি হাজির হয়েছিলেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক হাবিব ওয়াহিদ। তবে তিনি আগের মতো খুব একটা নিয়মিত নন। নিজের ইউটিউব চ্যানেল ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গান প্রকাশ করে আসছেন।
সেই ধারাবাহিকতায় গত শনিবার (৯ আগস্ট) হাবিবের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তার সর্বশেষ গান ‘জানি না’। পাশাপাশি স্পটিফাই, স্বাধীন মিউজিকসহ বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে এটি।
‘জানি না যে চলে যায়, সেকি ফেরে হায়; এ হৃদয় তবু কেন তারেই খুঁজে যায়/ জানি না এ হৃদয় কেন ভেঙেচুরে যায়, যে হারালো তবু কেন তারই দেখা পায়’ এমন বিরহী-ব্যথার কথায় সাজানো গানটি লিখেছেন শ্রাবণ। সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী হাবিব নিজেই।
হাবিবের কথায়, ‘বিরহের গান আগেও গেয়েছি। তবে আগের গানগুলো থেকে ‘জানি না’র সংগীতায়োজনে একটু আনার চেষ্টা ছিল। আশা করছি, গানটি শ্রোতাদের প্রত্যাশা পূরণ করবে।’
এর আগে মাত্র দুই সপ্তাহ আগে হাবিব প্রকাশ করেছিলেন ‘দিলা না’ শিরোনামের আরেকটি গান। আলী বাকের জিকোর কথায় সেই গানটির সুর, সংগীতায়োজন ও প্রযোজনাও করেছিলেন তিনি নিজেই।
এদিকে অডিও-ভিডিও গান ছাড়াও নাটক, সিনেমার প্লেব্যাক ও সংগীতা পরিচালনা করে যাচ্ছেন হাবিব। কিছুদিন আগে তিনি প্লেব্যাক করেছেন ‘হৃদয়ের কথা’ নামে একক নাটকে। এতে অনেক দিন পর ন্যান্সির সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া তাঁর ‘ভালোবাসি শুধু যে তোমারে’ গানটি অনেকের মনোযোগ কেড়েছে। তার আগে তিনি শ্রোতা মনে আঁচড় কেটেছেন প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘জংলি’ সিনেমার ‘যদি আলো আসতো’ গানটিতে প্লেব্যাক করে।
বাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৯ মিনিট আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
২ ঘণ্টা আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
৩ ঘণ্টা আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৮ ঘণ্টা আগে