‘জানি না’ নিয়ে হাজির হাবিব ওয়াহিদ

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৮: ৫৫

গানের আঙ্গিনায় নতুন এক ট্রেন্ড নিয়ে তিনি হাজির হয়েছিলেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক হাবিব ওয়াহিদ। তবে তিনি আগের মতো খুব একটা নিয়মিত নন। নিজের ইউটিউব চ্যানেল ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গান প্রকাশ করে আসছেন।

সেই ধারাবাহিকতায় গত শনিবার (৯ আগস্ট) হাবিবের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তার সর্বশেষ গান ‘জানি না’। পাশাপাশি স্পটিফাই, স্বাধীন মিউজিকসহ বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে এটি।

বিজ্ঞাপন

‘জানি না যে চলে যায়, সেকি ফেরে হায়; এ হৃদয় তবু কেন তারেই খুঁজে যায়/ জানি না এ হৃদয় কেন ভেঙেচুরে যায়, যে হারালো তবু কেন তারই দেখা পায়’ এমন বিরহী-ব্যথার কথায় সাজানো গানটি লিখেছেন শ্রাবণ। সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী হাবিব নিজেই।

হাবিবের কথায়, ‘বিরহের গান আগেও গেয়েছি। তবে আগের গানগুলো থেকে ‘জানি না’র সংগীতায়োজনে একটু আনার চেষ্টা ছিল। আশা করছি, গানটি শ্রোতাদের প্রত্যাশা পূরণ করবে।’

এর আগে মাত্র দুই সপ্তাহ আগে হাবিব প্রকাশ করেছিলেন ‘দিলা না’ শিরোনামের আরেকটি গান। আলী বাকের জিকোর কথায় সেই গানটির সুর, সংগীতায়োজন ও প্রযোজনাও করেছিলেন তিনি নিজেই।

এদিকে অডিও-ভিডিও গান ছাড়াও নাটক, সিনেমার প্লেব্যাক ও সংগীতা পরিচালনা করে যাচ্ছেন হাবিব। কিছুদিন আগে তিনি প্লেব্যাক করেছেন ‘হৃদয়ের কথা’ নামে একক নাটকে। এতে অনেক দিন পর ন্যান্সির সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া তাঁর ‘ভালোবাসি শুধু যে তোমারে’ গানটি অনেকের মনোযোগ কেড়েছে। তার আগে তিনি শ্রোতা মনে আঁচড় কেটেছেন প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘জংলি’ সিনেমার ‘যদি আলো আসতো’ গানটিতে প্লেব্যাক করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত