
বিনোদন রিপোর্টার

বেশ কয়েক বছর ধরে ঢাকাই সিনেমায় অনবদ্য অভিনয় করে চলেছেন শিরিন শিলা। এ পর্যন্ত তার অভিনীত দশটি সিনেমা মুক্তি পেয়েছে। রুপালি পর্দায় আসার আগে তিনি ‘গুলশান এভিনিউ’, ‘রঙের মেলা’, ‘বনবালা’ ও ‘পণ্ডিতের মেলা’র মতো টিভি নাটকে কাজ করেছেন। সিনেমা ছাড়া ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন শিরিন শিলা। তার অভিনীত জিম্মি ওয়েব ফিল্মটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
তবে মাঝে মধ্যে গল্প এবং চরিত্র ভালো লাগলে মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেন তিনি। অভিনয় জীবনের শুরুর দিকে জনপ্রিয় গায়ক আসিফ আকবরের ‘ও কন্যারে’ গানে মডেল হিসেবে কাজ করে বেশ সাড়া ফেলেছিলেন শিরীন শিলা। এরপর আসিফ আকবরেরই ‘আমার হবিরে তুই’ ও জুবিন গার্গের ‘সদরঘাট’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন তিনি।
এবার শিরীন শিলাকে তার ভক্ত-দর্শকরা দেখতে পাবেন ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’ শিরোনামের এক গানের মডেল হিসেবে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সেলিম রেজা। গানটি গেয়েছেন সৈয়দ অমি ও রিমি। গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর, গানটি কম্পোজ করেছেন সৈয়দ অমি, মিউজিক করেছেন এএন ফরহাদ। শিরীন শিলা জানান, গতকাল শনিবার বিকেলেই গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।
এই গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে শিরীন শিলা বলেন, ‘মিউজিক ভিডিওতে আমি খুব কমই কাজ করি। হিসাব করে দেখা হলে দেখা যাবে যে আসিফ ভাইয়ের দুটি গানে এবং জুবিন গার্গের একটি গানে মডেল হিসেবে কাজ করেছি। প্রত্যেকটি গানই কিন্তু শ্রোতা-দর্শকের মধ্যে যেমন বেশ সাড়া ফেলেছে ঠিক তেমনি মিউজিক ভিডিও বেশ ভালোভাবে দর্শক গ্রহণ করেছে। অমি-রিমির গাওয়া এই গানটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই গানটা যেমন সিনেমার ঘরানার একটি গান অর্থাৎ শুনলেই মনে হবে যে একটি প্লে-ব্যাক সং ঠিক তেমনি গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে সিনেমার গানের আদলেই। গানটির মিউজিক ভিডিওতে কোরিওগ্রাফি করেছেন হাবিব ভাই। তার নির্দেশনায় এর আগেও কাজ করেছি। যে কারণে এই ভিডিওতে কাজ করতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেছি। মূল কথা এই মিউজিক ভিডিওর সবকিছু একেবারে সিনেমার ঘরানারই। তরুণ শ্রোতা দর্শকরা যে ধরনের গান পছন্দ করেন এই গান ঠিক তেমনি একটি গান। আমার কাছে তো মনে হচ্ছে এই গান ভীষণ সাড়া ফেলবে। অমি-রিমির এই গানে শ্রোতা-দর্শক মুগ্ধ হোক, আমার পারফর্ম্যান্সেও মুগ্ধ হোক এমনটাই প্রত্যাশা।’

বেশ কয়েক বছর ধরে ঢাকাই সিনেমায় অনবদ্য অভিনয় করে চলেছেন শিরিন শিলা। এ পর্যন্ত তার অভিনীত দশটি সিনেমা মুক্তি পেয়েছে। রুপালি পর্দায় আসার আগে তিনি ‘গুলশান এভিনিউ’, ‘রঙের মেলা’, ‘বনবালা’ ও ‘পণ্ডিতের মেলা’র মতো টিভি নাটকে কাজ করেছেন। সিনেমা ছাড়া ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন শিরিন শিলা। তার অভিনীত জিম্মি ওয়েব ফিল্মটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
তবে মাঝে মধ্যে গল্প এবং চরিত্র ভালো লাগলে মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেন তিনি। অভিনয় জীবনের শুরুর দিকে জনপ্রিয় গায়ক আসিফ আকবরের ‘ও কন্যারে’ গানে মডেল হিসেবে কাজ করে বেশ সাড়া ফেলেছিলেন শিরীন শিলা। এরপর আসিফ আকবরেরই ‘আমার হবিরে তুই’ ও জুবিন গার্গের ‘সদরঘাট’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন তিনি।
এবার শিরীন শিলাকে তার ভক্ত-দর্শকরা দেখতে পাবেন ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’ শিরোনামের এক গানের মডেল হিসেবে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সেলিম রেজা। গানটি গেয়েছেন সৈয়দ অমি ও রিমি। গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর, গানটি কম্পোজ করেছেন সৈয়দ অমি, মিউজিক করেছেন এএন ফরহাদ। শিরীন শিলা জানান, গতকাল শনিবার বিকেলেই গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।
এই গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে শিরীন শিলা বলেন, ‘মিউজিক ভিডিওতে আমি খুব কমই কাজ করি। হিসাব করে দেখা হলে দেখা যাবে যে আসিফ ভাইয়ের দুটি গানে এবং জুবিন গার্গের একটি গানে মডেল হিসেবে কাজ করেছি। প্রত্যেকটি গানই কিন্তু শ্রোতা-দর্শকের মধ্যে যেমন বেশ সাড়া ফেলেছে ঠিক তেমনি মিউজিক ভিডিও বেশ ভালোভাবে দর্শক গ্রহণ করেছে। অমি-রিমির গাওয়া এই গানটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই গানটা যেমন সিনেমার ঘরানার একটি গান অর্থাৎ শুনলেই মনে হবে যে একটি প্লে-ব্যাক সং ঠিক তেমনি গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে সিনেমার গানের আদলেই। গানটির মিউজিক ভিডিওতে কোরিওগ্রাফি করেছেন হাবিব ভাই। তার নির্দেশনায় এর আগেও কাজ করেছি। যে কারণে এই ভিডিওতে কাজ করতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেছি। মূল কথা এই মিউজিক ভিডিওর সবকিছু একেবারে সিনেমার ঘরানারই। তরুণ শ্রোতা দর্শকরা যে ধরনের গান পছন্দ করেন এই গান ঠিক তেমনি একটি গান। আমার কাছে তো মনে হচ্ছে এই গান ভীষণ সাড়া ফেলবে। অমি-রিমির এই গানে শ্রোতা-দর্শক মুগ্ধ হোক, আমার পারফর্ম্যান্সেও মুগ্ধ হোক এমনটাই প্রত্যাশা।’

চলতি বছরের জুলাইতে ’দম’ সিনেমায় যুক্ত হন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তখন থেকেই নায়িকা কে হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। এবার সেই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বুধবার সিনেমার মহরত অনুষ্ঠানে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় অভিনেত্রী পূজা চেরিকে।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী নকীব খান। স্কুলছাত্র থাকা অবস্থায় ব্যান্ডের পথে যাত্রা শুরু করেন। প্রথমে চট্টগ্রামের স্থানীয় ব্যান্ড ‘বালার্ক’, পরবর্তীতে ‘সুরেলা’ থেকে যোগ দেন ‘সোলস’-এ। প্রায় দশ বছর ছিলেন ঐতিহ্যবাহী এই ব্যান্ডে।
১৬ ঘণ্টা আগে
২০২৩ সালের ডিসেম্বরে জানানো হয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি নির্মাণ করতে যাচ্ছেন ’দম’, আর এই সিনেমায় অভিনয় করবেন অভিনেতা চঞ্চল চৌধুরী। চলতি বছরের জুলাইতে সিনেমাটিতে যুক্ত হন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
১৬ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার একটি অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’। গত জুলাইয়ে ইন্দোনেশিয়ায় মুক্তির পর বেশ আলোচনা তৈরি করে সিনেমাটি। এরপর আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ২৫ সেপ্টেম্বর।
১৬ ঘণ্টা আগে