গার্মেন্টসকর্মী চরিত্রে নাজিয়া হক অর্ষা

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ২০: ৩৫
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ২০: ৪৭

অভিনয় জগতের জনপ্রিয় মুখ হয়ে ওঠা তারকা অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। এবার তাকে দেখা যাবে নতুন ধারাবাহিক নাটক ‘খুশবু’তে গার্মেন্টসকর্মী সেতুর চরিত্রে। রাজধানীর বিভিন্ন লোকেশনে এ নাটকের শুটিং চলছে।

দীপ্ত টিভির জন্য নির্মিত এ ধারাবাহিকটি পরিচালনা করছেন নাট্যকার ও পরিচালক সাজ্জাদ সুমন। নাটকের গল্প ও পরিবেশ উভয়ই দর্শকের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে বলে জানান অর্ষা।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নাটকের গল্পটি খুবই অসাধারণ এবং এতে রয়েছে অনেক গভীর বক্তব্য। এর আগেও সাজ্জাদ সুমনের সঙ্গে কাজ করেছি, তার ইউনিট অত্যন্ত পেশাদার ও গোছালো। সাধারণত ধারাবাহিকে একদিনে অনেক সিন শুট করতে হয়, যা অনেক সময় চাপ সৃষ্টি করে। কিন্তু এখানে কাজের পরিবেশ বেশ ভিন্ন, সেটটি খুব ভালোভাবে তৈরি করা হয়েছে, তাই কাজ করতে অনেক সুবিধা হয়। নাটকটি তিন মেয়ে চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। আমার চরিত্র সেতু নামের একজন ফ্লোর কোয়ালিটি ইনচার্জ, যা একটি চেনাজানা চরিত্র। এ চরিত্রের মাধ্যমে গার্মেন্টসশিল্পের কর্মীদের জীবনযাত্রা খুব কাছ থেকে জানতে পারছি, যা আমার জন্য খুবই নতুন ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। আশা করি দর্শক নাটকটি ভালোভাবে গ্রহণ করবেন।’

নাটক, চলচ্চিত্র ও ওটিটি, এ তিন মাধ্যমেই নিয়মিত কাজ করছেন নাজিয়া হক অর্ষা। তবে বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলো তাকে আলাদা করে আকর্ষণ করে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তিন মাধ্যমেই অভিনয় করতে ভালো লাগে। তবে ওয়েব ফিল্ম কিংবা সিনেমায় কাজ করার সময় চরিত্রের সঙ্গে গভীরভাবে যুক্ত হওয়া যায়। এসব কাজ অনেক পরিকল্পনা ও সময়ের মাধ্যমে করা হয়, ফলে অভিনয়ের পাশাপাশি চিন্তার সুযোগও বেশি পাওয়া যায়। এ মাধ্যমগুলোয় কাজ করার ফলে আমি নতুনভাবে নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ পাচ্ছি।’

খুশবু নাটকের মাধ্যমে দর্শক গার্মেন্টস শ্রমিকদের বাস্তব জীবনের নানা দিক দেখতে পাবে। তাই নাটকটি শুধু বিনোদনই নয়, শিক্ষণীয় বার্তাও বহন করবে বলে আশা সংশ্লিষ্টদের। অর্ষা ছাড়াও নাটকে আরো অভিনয় করেছেন পরিচিত অভিনেতা আশরাফুল আশীষসহ অনেকেই, যারা চরিত্রগুলোয় প্রাণবন্ত করে তুলেছেন গল্পটিকে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত