ইসলামী সংগীত গাইলেন সাইদুল হাসান

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৪: ০০
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ২২: ৫৮

সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করে আসছেন ইউটিউবার ও গণমাধ্যম কর্মী সাইদুল হাসান। এবার তার ইউটিউব চ্যানেলের জন্য ইসলামী সংগীত গাইলেন সাইদুল হাসান। সংগীতের শিরোনাম ‘নিঃশ্বাসে নিঃশ্বাসে’। এটি লিখেছেন ও সুর করেছেন গীতিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহফুজ বিল্লাহ সাহী।

এ সংগীতে প্রথম গেয়েছেন জনপ্রিয় নাশিদ শিল্পী নওশাদ মাহফুজ। এবার নওশাদ মাহফুজের গাওয়া নাশিদে কণ্ঠ দিলেন সাইদুল হাসান। সম্প্রতি সংগীতটির রেকডিং সম্পন্ন হয়েছে এবং একই সঙ্গে এটির স্টুডিও ভার্সনে ভিডিও ধারণ করা হয়েছে। শিগগিরই সাইদুল হাসানের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল হাসান সাইদুলন-এ প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে সাইদুল হাসান বলেন, ‘ইসলামী সংগীত আমি ছোটবেলা থেকেই গেয়ে আসছি। তবে কখনও স্টুডিও আয়োজনে গাওয়া কিংবা রেকডিং করা হয়নি। দরদ দিয়ে মাহফুজ ভাইয়ের নাশিদটি গাইলাম। আমার বিশ্বাস দর্শকদের ভালা লাগবে’। এ ছাড়া সাইদুল আরও দুটি নাশিদ ‘সেরা জান্নাত’ ও ডেকে নেবে যেদিন আমারে’ রেকডিং করেছেন। ধারাবাহিক ভাবে নাশিদ দুটিও প্রচার করা হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত