আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ বেতারে নির্বাচনী প্রচারণার জন্য একটি গান করা হয়েছে। গানের শিরোনাম ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’। নির্বাচনে সকল জনগণকে ভোট দিতে অনুপ্রেরণা দিতে এবং সবার কাছে নির্বাচনের সার্বিক প্রচারণার জন্যই শুধুমাত্র বেতারে প্রচারের জন্য এই থিম সং টি করা হয়েছে। গানটি লিখেছেন নূরুল ইসলাম মানিক। সুর করেছেন রুবায়েত শামীম চৌধুরী ও মিউজিক করেছেন ইবনে রাজন।
থিম সংটির প্রথম কয়েকটি লাইন হচ্ছে ‘জাতীয় সংসদ নির্বাচন, নাড়ছে কড়া দুয়ারে, সারাটা দেশ হাসছে দেখো, আনন্দেরই জোয়ারে। গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের বেশ কয়েকজন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। তারা হলেন সাব্বির জামান, অপু আমান, খালেদ মুন্না, মুহিন খান, রাশেদ, তানজিনা করিম স্বরলিপি, প্রিয়াঙ্কা বিশ্বাস, ইয়াসমিন লাবণ্য, শবনম প্রিয়াঙ্কা ও মিরাজুল সোনিয়া। গত সপ্তাহেই গানটি ঢাকার বাংলাদেশ বেতার কেন্দ্রতে রেকর্ড করা হয়েছে।
গানটি প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক মুহিন খান বলেন, ‘নির্বাচনী প্রচারণার জন্য এই গান করতে গিয়ে আমাদের সকল শিল্পীদেরই অনেক সময় দিতে হয়েছে। আমরা চারদিন সময় দিয়েছি। সর্বশেষ গতকাল বিকেলেও শহীদ মিনারে গানটির ভিডিওর জন্য সময় দিয়েছি। আমরা সবাই চাইছি গানটি যেন ভালো হয়, নির্বাচনে ভোটারদের ভোট প্রদানে যেন গানটি উদ্বুদ্ধ করতে পারে। আমি সহ আমরা সবাই অর্থাৎ সাব্বির, অপু, প্রিয়াঙ্কা বিশ্বাস, লাবণ্য, শবনম প্রিয়াঙ্কা, স্বরলিপি, খালেদ মুন্না, সোনিয়া-সবাই ভীষণ আন্তরিকতা নিয়েই গানটি গেয়েছি। কারণ এই গান থেকে যাবে। আশা করছি গানটি প্রচারে এলে সবার মধ্যে সাড়া ফেলবে এবং এই গানে অনুপ্রাণিত হয়ে ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবেন।’
স্বরলিপি বলেন, ‘আমার সঙ্গীত জীবনের জন্য এটা সত্যিই এক নতুন অভিজ্ঞতা। ধন্যবাদ, এই গানের নেপথ্যে যারা কাজ করেছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আশা করছি গানটি সবার মাঝে ব্যাপক সাড়া ফেলবে। কারণ এই গানের নেপথ্যে অনেক মানুষের শ্রম আছে। সবাই মিলে একটি কাজ করলে তা অনেক ভালো হয়। সেটাই এই গানে আবারো প্রমাণিত হবে বলেই আমার বিশ্বাস।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

