বিনোদন রিপোর্টার
নিনাদ তাদের নাট্যজীবনের সূচনা করেছে প্রখ্যাত ফরাসি নাট্যকার জ্যাঁ ককতো রচিত একক চরিত্রের নাটক ‘দ্য হিউম্যান ভয়েস’ মঞ্চায়নের মাধ্যমে, যা অনুষ্ঠিত হয় আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার অডিটোরিয়ামে ৯, ১০ ও ১১ অক্টোবর।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় আয়োজিত এই প্রযোজনাটি তিন দিনে মোট পাঁচটি প্রদর্শনীতে দর্শকদের মুগ্ধ করে। এক ঘণ্টাব্যাপী এই একাঙ্ক নাটকটি সম্পূর্ণভাবে বাংলায় পরিবেশিত হয়, যার অনুবাদ ও নির্দেশনা দেন প্রজ্ঞা তাসনুভা রুবাইয়াত।
প্রথম মঞ্চায়ন হয় ১৯৩০ সালে। ‘দ্য হিউম্যান ভয়েস’ একটি একক চরিত্রের নাটক, যেখানে এক নারী তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে শেষবারের মতো টেলিফোনে কথা বলেন, ঠিক তার পরদিনই সেই প্রেমিক অন্য এক নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। এই আলাপচারিতার মধ্য দিয়ে ফুটে ওঠে এক নারীর ভাঙন, পরিত্যাগের বেদনা এবং মানসিক বিপর্যয়ের গভীর ছায়া।
নাটকটির বাংলা অনুবাদ ও নির্দেশনা দিয়েছেন প্রজ্ঞা তাসনুভা রুবাইয়াত, যিনি প্রায় ১৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন নাট্যকর্মী, শিক্ষক ও লেখক। তাঁর অনুবাদ ও নির্দেশনায় নাটকটি পেয়েছে গভীর আবেগময় ও মনস্তাত্ত্বিক মাত্রা। একক চরিত্রে অভিনয় করেছেন সাদিকা স্বর্ণা, যিনি দীর্ঘদিন ধরে নাট্যচর্চা ও চারুকলার সঙ্গে যুক্ত একজন অভিজ্ঞ অভিনয়শিল্পী। তাঁর অভিজ্ঞতা ও সংবেদনশীলতা চরিত্রটিকে দিয়েছে বিশেষ গভীরতা ও মানবিক আবেদন।
আজ, শনিবার, জ্যাঁ ককতোর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিকেল ৩টার প্রদর্শনীর পর অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা। আলোচনায় অংশ নেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, যিনি ককতোর জীবন, দর্শন ও আধুনিক নাটকে তার প্রভাব নিয়ে মূল্যবান মতামত তুলে ধরেন।
প্রযোজনার শিল্প নির্দেশনা ও কারিগরি দলে রয়েছেন— আজমাইন ইসমাম (সাউন্ডস্কেপ), তানজিকুন (সিনোগ্রাফি), ধ্রুব দাস (প্রজেকশন ভিজুয়াল), অমিত চৌধুরী (কোরিওগ্রাফি) এবং মুখলেসুর রহমান (লাইটিং)। পোশাক নকশায় কাজ করেছেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার আফসানা ফেরদৌসি। আতিক পিয়াল সহকারী পরিচালক হিসেবে যুক্ত আছেন, আর সজিব হাজরা কাজ করেছেন প্রচারণার ভিজুয়াল ডিজাইন ও পরিকল্পনায়।
নিনাদ তাদের নাট্যজীবনের সূচনা করেছে প্রখ্যাত ফরাসি নাট্যকার জ্যাঁ ককতো রচিত একক চরিত্রের নাটক ‘দ্য হিউম্যান ভয়েস’ মঞ্চায়নের মাধ্যমে, যা অনুষ্ঠিত হয় আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার অডিটোরিয়ামে ৯, ১০ ও ১১ অক্টোবর।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় আয়োজিত এই প্রযোজনাটি তিন দিনে মোট পাঁচটি প্রদর্শনীতে দর্শকদের মুগ্ধ করে। এক ঘণ্টাব্যাপী এই একাঙ্ক নাটকটি সম্পূর্ণভাবে বাংলায় পরিবেশিত হয়, যার অনুবাদ ও নির্দেশনা দেন প্রজ্ঞা তাসনুভা রুবাইয়াত।
প্রথম মঞ্চায়ন হয় ১৯৩০ সালে। ‘দ্য হিউম্যান ভয়েস’ একটি একক চরিত্রের নাটক, যেখানে এক নারী তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে শেষবারের মতো টেলিফোনে কথা বলেন, ঠিক তার পরদিনই সেই প্রেমিক অন্য এক নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। এই আলাপচারিতার মধ্য দিয়ে ফুটে ওঠে এক নারীর ভাঙন, পরিত্যাগের বেদনা এবং মানসিক বিপর্যয়ের গভীর ছায়া।
নাটকটির বাংলা অনুবাদ ও নির্দেশনা দিয়েছেন প্রজ্ঞা তাসনুভা রুবাইয়াত, যিনি প্রায় ১৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন নাট্যকর্মী, শিক্ষক ও লেখক। তাঁর অনুবাদ ও নির্দেশনায় নাটকটি পেয়েছে গভীর আবেগময় ও মনস্তাত্ত্বিক মাত্রা। একক চরিত্রে অভিনয় করেছেন সাদিকা স্বর্ণা, যিনি দীর্ঘদিন ধরে নাট্যচর্চা ও চারুকলার সঙ্গে যুক্ত একজন অভিজ্ঞ অভিনয়শিল্পী। তাঁর অভিজ্ঞতা ও সংবেদনশীলতা চরিত্রটিকে দিয়েছে বিশেষ গভীরতা ও মানবিক আবেদন।
আজ, শনিবার, জ্যাঁ ককতোর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিকেল ৩টার প্রদর্শনীর পর অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা। আলোচনায় অংশ নেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, যিনি ককতোর জীবন, দর্শন ও আধুনিক নাটকে তার প্রভাব নিয়ে মূল্যবান মতামত তুলে ধরেন।
প্রযোজনার শিল্প নির্দেশনা ও কারিগরি দলে রয়েছেন— আজমাইন ইসমাম (সাউন্ডস্কেপ), তানজিকুন (সিনোগ্রাফি), ধ্রুব দাস (প্রজেকশন ভিজুয়াল), অমিত চৌধুরী (কোরিওগ্রাফি) এবং মুখলেসুর রহমান (লাইটিং)। পোশাক নকশায় কাজ করেছেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার আফসানা ফেরদৌসি। আতিক পিয়াল সহকারী পরিচালক হিসেবে যুক্ত আছেন, আর সজিব হাজরা কাজ করেছেন প্রচারণার ভিজুয়াল ডিজাইন ও পরিকল্পনায়।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৪ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
২১ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে