বিধবা ও অনাথ বাচ্চাদের জন্য কাজ করতে চান আকসা

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০: ২৫

‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার মেয়ে আলফী আলমগীর আকসা। আগামী নভেম্বরে ফিলিপাইনের ম্যানিলা’তে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ওম্যান অব দ্য ওয়ার্ল্ড’ এর চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আকসা।

সারা বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় ৭৫০ জনের মধ্যে শীর্ষ ১৫’তে চলে আসেন আকসা। সর্বশেষ গত ১৩ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালেতে অপু বিশ্বাস, আব্দুল আজিজ, সৌমেন সাহা ও সাকিব সনেট’র বিচারে চ্যাম্পিয়ন হন আকসা।

বিজ্ঞাপন

‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’এর সহ-আয়োজক ও শো ডিরেক্টর ছিলেন সাকিব সনেট। আকসা জানান, আগামী নভেম্বরে তিনি ফিলিপাইন যাচ্ছেন চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিতে।

আগামী দিনের স্বপ্ন নিয়ে আকসা বলেন, ‘বাংলাদেশের অভিনয়ের দুনিয়ায় আমি নিজেকে অনেক দূর নিয়ে যেতে চাই। যেমন আমার ভীষণ ভালোলাগে মডেল-অভিনেত্রী মেহজাবীন আপুকে। তার ব্যক্তিত্ব, তার নীরবে নিভৃতে কাজ করে যাওয়া আমাকে ভীষণ মুগ্ধ করে। আমি ঠিক তার মতোই একজন হতে চাই। আর যেহেতু আমি আইন বিষয়ে পড়াশুনা করছি, তাই ইচ্ছে আছে সমাজের বিধবা নারী ও অনাথ বাচ্চাদের জন্য কিছু করার। যেন তারা তাদের প্রাপ্য পাওনা থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়। ধন্যবাদ জানাই বিশেষত মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মলি আপুকে। কারণ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে সবার ছোট ছিলাম আমি। যে কারণে মলি আপু আমাকে খুব স্নেহ করতেন, কেয়ার করতেন। সবার কাছে দোয়া চাই যেন বাংলাদেশের হয়ে ম্যানিলাতে ওম্যান অব দ্য ওয়ার্ল্ড-এ স্থান করে নিতে পারি।’

রাজধানীর আইইউবি’তে আইন বিষয়ে অনার্সে অধ্যয়নরত আকসা নবম শ্রেণীতে পড়ার সময় কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের নির্দেশনায় গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। এরপর বাংলালিংক’সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের পণ্যের মডেল হয়েছেন। এরই মধ্যে আরশ খানের বিপরীতে এলআর সোহেলের নির্দেশনায় একটি নাটকে অভিনয় করেছেন, যা শিগগিরই প্রচারে আসবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত