বিনোদন রিপোর্টার
২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়ার। এর পরের বছর ‘অদেখা মেঘের কাব্য’ টেলিফিল্ম দিয়ে নাম লেখান অভিনয়ে। এরপর থেকে নিয়মিত কাজ করছেন শোবিজে। ২০২৩ সালে তপু খান পরিচালিত ‘ভালোবাসার রঙ’ স্বল্পদৈর্ঘ্যে অভিনয়ের পর আর পর্দায় দেখা যায়নি তাঁকে। নতুন খবর হলো, প্রায় দেড় বছর পর পর্দায় ফিরেছেন এই অভিনেত্রী। তবে নাটক নয়, উপস্থাপনা দিয়ে ফিরেছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন উপস্থাপনাবিষয়ক রিয়েলিটি শো ‘আর্ট অব প্লেটিং’-এর দ্বিতীয় সিজনের শুটিং।
আর্ট অব প্লেটিং রিয়েলিটি শো নিয়ে টয়া জানান, খাবার রান্না করার পর সেটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় অর্থাৎ প্লেটিং করা যায়, সেটি নিয়েই এই শো। বিরতি কাটিয়ে ফেরা প্রসঙ্গে টয়া বলেন, ‘নিজের ইচ্ছা থেকেই বিরতি নিয়েছিলাম। এটা দরকার ছিল আমার জন্য। প্রায় দেড় বছর পর কাজে ফিরলাম। খুব ভালো লাগছে। বিরতির কারণে প্রথম দুই দিন একটু কষ্ট হয়েছে। ধীরে ধীরে সেটা ঠিক হয়ে গেছে। অনেক এনজয় করেছি অনুষ্ঠানাটি।’
আর্ট অব প্লেটিং অনুষ্ঠানটি ২৫ এপ্রিল থেকে প্রতি শুক্র ও শনিবার বাংলাভিশনে রাত ৮টা ১৫ মিনিট, আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিট, দীপ্ত টেলিভিশনে রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে।
শুধু উপস্থাপনা নয়, আবার অভিনয়েও নিয়মিত হওয়ার কথা জানালেন টয়া। ইতোমধ্যে কয়েকটি কাজ নিয়ে কথাবার্তা চলছে বলে জানান তিনি। সবকিছু চূড়ান্ত হয়ে গেলে জানাবেন বিস্তারিত।
২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়ার। এর পরের বছর ‘অদেখা মেঘের কাব্য’ টেলিফিল্ম দিয়ে নাম লেখান অভিনয়ে। এরপর থেকে নিয়মিত কাজ করছেন শোবিজে। ২০২৩ সালে তপু খান পরিচালিত ‘ভালোবাসার রঙ’ স্বল্পদৈর্ঘ্যে অভিনয়ের পর আর পর্দায় দেখা যায়নি তাঁকে। নতুন খবর হলো, প্রায় দেড় বছর পর পর্দায় ফিরেছেন এই অভিনেত্রী। তবে নাটক নয়, উপস্থাপনা দিয়ে ফিরেছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন উপস্থাপনাবিষয়ক রিয়েলিটি শো ‘আর্ট অব প্লেটিং’-এর দ্বিতীয় সিজনের শুটিং।
আর্ট অব প্লেটিং রিয়েলিটি শো নিয়ে টয়া জানান, খাবার রান্না করার পর সেটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় অর্থাৎ প্লেটিং করা যায়, সেটি নিয়েই এই শো। বিরতি কাটিয়ে ফেরা প্রসঙ্গে টয়া বলেন, ‘নিজের ইচ্ছা থেকেই বিরতি নিয়েছিলাম। এটা দরকার ছিল আমার জন্য। প্রায় দেড় বছর পর কাজে ফিরলাম। খুব ভালো লাগছে। বিরতির কারণে প্রথম দুই দিন একটু কষ্ট হয়েছে। ধীরে ধীরে সেটা ঠিক হয়ে গেছে। অনেক এনজয় করেছি অনুষ্ঠানাটি।’
আর্ট অব প্লেটিং অনুষ্ঠানটি ২৫ এপ্রিল থেকে প্রতি শুক্র ও শনিবার বাংলাভিশনে রাত ৮টা ১৫ মিনিট, আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিট, দীপ্ত টেলিভিশনে রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে।
শুধু উপস্থাপনা নয়, আবার অভিনয়েও নিয়মিত হওয়ার কথা জানালেন টয়া। ইতোমধ্যে কয়েকটি কাজ নিয়ে কথাবার্তা চলছে বলে জানান তিনি। সবকিছু চূড়ান্ত হয়ে গেলে জানাবেন বিস্তারিত।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
১৬ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
৩৩ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে