
বিনোদন রিপোর্টার

জনপ্রিয় সঙ্গীতশিল্পী পলাশ নূর হাজির হলেন তার নতুন একক গান ‘খুঁজি তোমায়’ নিয়ে। গানটিতে অসাধারণ গায়কী এবং গিটারবাদন নিয়ে যুক্ত হয়েছেন কিংবদন্তি হামিন আহমেদ। গানটির সঙ্গে ড্রামস বাজিয়েছেন জনপ্রিয় ড্রামার সৈয়দ জিয়াউর রহমান তুর্য।
গত বৃহস্পতিবার তেজগাওয়ে অবস্থিত ইয়ামাহা মিউজিক স্টোরে গান এবং মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক গাজী শুভ্র।
‘খুঁজি তোমায়’ গানটির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে মিউজিক লেবেল প্রতিষ্ঠান ‘রুটনোট প্রোডাকশনস্’। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য বাংলাদেশ এবং দেশের বাইরের সংগীতশিল্পীদের মধ্যে কোলাবরেশনের মাধ্যমে বিশ্বমানের সঙ্গীত উপস্থানপন করা।
গানটি নিয়ে পলাশ নূর বলেন, ‘সঙ্গীত মানেই ভাগ করে নেওয়া আর সেখান থেকেই এই যাত্রার শুরু। আমি একটি গান তৈরি করলাম, আর শেয়ার করলাম তাদের সঙ্গে, যাদের আমি সব সময় শ্রদ্ধা করে এসেছি। আর তারপরই ঘটলো এক দুর্দান্ত জাদু। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের এক জীবন্ত কিংবদন্তি হামিন আহমেদ এবং অসাধারণ প্রতিভাধর সৈয়দ জিয়াউর রহমান তুর্য তাদের সঙ্গে কাজ করা আমার জন্য এক বিশাল আশীর্বাদ। আর এই গানের ভিডিওকে জীবন্ত করে তুলেছেন দেশের অন্যতম সেরা ভিডিও নির্মাতা গাজী শুভ্র। এই গানটি শুধু একটি সুর নয়, এটি দুই প্রজন্মের মেলবন্ধন, পুরোনো ও নতুনের সেতুবন্ধন একটি নতুন সঙ্গীতধারার সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়া।'
রুটনোট প্রোডাকশনস্ এর পরিচালক ইমরান আসিফ বলেন, ‘সাধারণ একজন সঙ্গীতপ্রিয় শ্রোতা হিসেবেই ৩ মাস আগে গানটার ডেমো শুনে মনে হয়েছিল এটার একটা যথাযথ প্রযোজনা হওয়া উচিত। সেটা পলাশকে বলি আর সেই ধারণা থেকে প্রথমে হামিন ভাই এবং তারপর তূর্য ভাইকে অনুরোধ করি গানটিতে তাঁদের নিজ স্বকীয়তা যোগ করতে।'
তিনি আরো বলেন, ‘মিউজিক ভিডিওর জন্য আমাদের একমাত্র পছন্দ ছিল শুভ্র ভাইকে, ওনাকেও অনুরোধ করায় রাজি হলেন। সেখান থেকেই আজকের এই গান ও ভিডিওর প্রকাশ অনুষ্ঠান। গানটিতে হামিন ভাইয়ের গায়কী ও অসাধারণ গিটার সলো পলাশের সঙ্গে একটা অনন্য মাত্রা যোগ করেছে। এটার প্রযোজনা করতে গিয়ে রুটনোট প্রোডাকশনস্ নামের মিউজিক লেবেল কোম্পানিটাও ঘটনাচক্রে প্রতিষ্ঠা করা হলো। আশা রাখি রুটনোট ভবিষ্যতে আরও অসাধারণ প্রযোজনায় যুক্ত হবে।'

জনপ্রিয় সঙ্গীতশিল্পী পলাশ নূর হাজির হলেন তার নতুন একক গান ‘খুঁজি তোমায়’ নিয়ে। গানটিতে অসাধারণ গায়কী এবং গিটারবাদন নিয়ে যুক্ত হয়েছেন কিংবদন্তি হামিন আহমেদ। গানটির সঙ্গে ড্রামস বাজিয়েছেন জনপ্রিয় ড্রামার সৈয়দ জিয়াউর রহমান তুর্য।
গত বৃহস্পতিবার তেজগাওয়ে অবস্থিত ইয়ামাহা মিউজিক স্টোরে গান এবং মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক গাজী শুভ্র।
‘খুঁজি তোমায়’ গানটির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে মিউজিক লেবেল প্রতিষ্ঠান ‘রুটনোট প্রোডাকশনস্’। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য বাংলাদেশ এবং দেশের বাইরের সংগীতশিল্পীদের মধ্যে কোলাবরেশনের মাধ্যমে বিশ্বমানের সঙ্গীত উপস্থানপন করা।
গানটি নিয়ে পলাশ নূর বলেন, ‘সঙ্গীত মানেই ভাগ করে নেওয়া আর সেখান থেকেই এই যাত্রার শুরু। আমি একটি গান তৈরি করলাম, আর শেয়ার করলাম তাদের সঙ্গে, যাদের আমি সব সময় শ্রদ্ধা করে এসেছি। আর তারপরই ঘটলো এক দুর্দান্ত জাদু। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের এক জীবন্ত কিংবদন্তি হামিন আহমেদ এবং অসাধারণ প্রতিভাধর সৈয়দ জিয়াউর রহমান তুর্য তাদের সঙ্গে কাজ করা আমার জন্য এক বিশাল আশীর্বাদ। আর এই গানের ভিডিওকে জীবন্ত করে তুলেছেন দেশের অন্যতম সেরা ভিডিও নির্মাতা গাজী শুভ্র। এই গানটি শুধু একটি সুর নয়, এটি দুই প্রজন্মের মেলবন্ধন, পুরোনো ও নতুনের সেতুবন্ধন একটি নতুন সঙ্গীতধারার সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়া।'
রুটনোট প্রোডাকশনস্ এর পরিচালক ইমরান আসিফ বলেন, ‘সাধারণ একজন সঙ্গীতপ্রিয় শ্রোতা হিসেবেই ৩ মাস আগে গানটার ডেমো শুনে মনে হয়েছিল এটার একটা যথাযথ প্রযোজনা হওয়া উচিত। সেটা পলাশকে বলি আর সেই ধারণা থেকে প্রথমে হামিন ভাই এবং তারপর তূর্য ভাইকে অনুরোধ করি গানটিতে তাঁদের নিজ স্বকীয়তা যোগ করতে।'
তিনি আরো বলেন, ‘মিউজিক ভিডিওর জন্য আমাদের একমাত্র পছন্দ ছিল শুভ্র ভাইকে, ওনাকেও অনুরোধ করায় রাজি হলেন। সেখান থেকেই আজকের এই গান ও ভিডিওর প্রকাশ অনুষ্ঠান। গানটিতে হামিন ভাইয়ের গায়কী ও অসাধারণ গিটার সলো পলাশের সঙ্গে একটা অনন্য মাত্রা যোগ করেছে। এটার প্রযোজনা করতে গিয়ে রুটনোট প্রোডাকশনস্ নামের মিউজিক লেবেল কোম্পানিটাও ঘটনাচক্রে প্রতিষ্ঠা করা হলো। আশা রাখি রুটনোট ভবিষ্যতে আরও অসাধারণ প্রযোজনায় যুক্ত হবে।'

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
৬ ঘণ্টা আগে
বিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
৭ ঘণ্টা আগে
জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৮ ঘণ্টা আগে
বাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৮ ঘণ্টা আগে